1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘুস কেলেঙ্কারি : তিনজন খেলোয়াড়কে লন্ডনে তলব

১ সেপ্টেম্বর ২০১০

পাকিস্তানি খেলোয়াড়দের ঘুস কেলেঙ্কারির ঘটনা আসলে কোন দিকে যাচ্ছে, সে দিকে ক্রিকেট পাগলদের দৃষ্টি এখন৷ সর্বশেষ খবর হচ্ছে, কেলেঙ্কারিতে যে তিনজন খেলোয়াড়ের নাম আছে, তাদেরকে বৃহস্পতিবার লন্ডনে ডেকে পাঠানো হয়েছে৷

https://p.dw.com/p/P1Jj
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাটের সঙ্গে লন্ডনে দেখা করবেন, তিন ক্রিকেটারছবি: AP

পাকিস্তান দলের ম্যানেজার ইয়াজ সাঈদ বলেছেন, টেস্ট ক্যাপটেন সালমান বাট, দুইজন বোলার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাট এবং ব্রিটেনে পাকিস্তানের হাইকমিশনার ওয়াজিদ শামসুল হাসানের সঙ্গে দেখা করবেন৷ আগে বলা হয়েছিল এই বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হবে৷

এদিকে নিউজিল্যান্ডের সাবেক ক্যাপটেন ও রেফারি জন রিড বলেছেন, ঘুস কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বের করে দেওয়া উচিৎ৷ নিউজিল্যান্ডের হেরাল্ড পত্রিকাকে তিনি বলেন, অবৈধ কাজের সঙ্গে যারা জড়িত, তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার এটাই উপযুক্ত সময়৷ তিনি বলেন, আর ঘুস নেওয়ার জন্যে দোষী সাব্যস্ত হলে, তাদেরকে চিরদিনের জন্যে ক্রিকেট থেকে বের করে দেওয়া উচিৎ৷

জন রিড বলেছেন, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ ভালো বোলার৷ তবে কেউ যদি এইভাবে ক্যারিয়ার তৈরি করতে কেউ চায়, তাহলে তা ড্রেনে গিয়ে পড়বে৷ এবং তারা নিষিদ্ধ ঘোষিত হবে , সারা জীবনের জন্যে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়