1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রুপ পর্বে অপরাজিত বাংলাদেশ

১০ জুলাই ২০১৮

স্পিনার ফাহিমার হ্যাটট্রিকে নেদারল্যান্ডসে টি২০ ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্বে আরব আমিরাতকে রীতিমতো হেসে খেলে হারিয়েছেন বাংলাদেশের মেয়েরা৷ ৩ ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ'-এর চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ৷

https://p.dw.com/p/31A8h
ARCHIV Bangladesch Frauen Cricket-Team
ছবি: Getty Images/AFP/S. Khan

সালমা খাতুনের টস ভাগ্য বরবারই ভালো৷ সঙ্গে আছে স্ট্রং বোলিং লাইনআপ৷ উট্রেশটে এদিনও তাই বল হাতে তুলে নিলেন টাইগ্রেসরা৷ দুর্দান্ত বোলিংয়ে আরব আমিরাতের মেয়েদের রানের গতি থামিয়ে রাখতে পারলেও উইকেট ঠিক মিলছিল না৷

সপ্তম ওভারে অবশেষে এলো কাঙ্খিত উইকেট৷ গালিতে ফেলে দ্রুত জায়গা বদল করতে যান দুই ওপেনিং ব্যাটসম্যান ওজা ও সেনেভিরত্না৷ কিন্তু চৌকস ফিল্ডার রুমানাকে ফাঁকি দিতে পারেননি তাঁরা৷ দ্রুত বল কুড়িয়ে কিপার শামীমার হাতে ফেরত পাঠান তিনি৷ শামীমা দেরি করেননি এক মুহূর্তও৷ ফলে ৭ রানে ফিরে আসেন সেনেভিরত্না৷ দলীয় সংগ্রহ তখন ১৬৷

মেয়েদের বিশ্বকাপ মিশন

সেই যে উইকেটের খাতা খুললেন বাংলাদেশের মেয়েরা, তা আর যেন থামেই না৷ নিয়মিত বিরতিতে একের পর এক আমিরাতের ব্যাটসম্যান ফিরতে থাকেন সাজঘরে৷ তাঁদের যাওয়া-আসার এই মিছিলকে ত্বরান্বিত করেন আগের ম্যাচে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া ফাহিমা খাতুন৷ এই ডানহাতি লেগস্পিনার ইনিংসের ১৩তম ওভারে পরপর তিন বলে ফিরিয়ে দেন তিন আমিরাত ব্যাটসম্যানকে৷ সবমিলিয়ে ৪ ওভারে ৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি৷ এছাড়া রুমানা ২ ওভারে ৪ রান দিয়ে নেন ২ উইকেট৷ আরেক স্পিনার নাহিদা আক্তারও নেন ২ উইকেট৷ সবমিলিয়ে ১৬ ওভার ২ বল খেলে ৩৯ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত৷

জবাবে শুরুতেই ওপেনার আয়শার উইকেট হারায় বাংলাদেশ৷ কিন্তু আরেক ওপেনার নিগার ও তিন নম্বরে ব্যাট করতে নামা সানজিদার ঝড়ো ইনিংসে মাত্র ৬ ওভার ৫ বলে জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা৷ সানজিদা ৯ বলে ১৫ রান করে আউট হলেও নিগার ২২ বলে ২১ করে অপরাজিত থাকেন৷

স্বাভাবিকভাবেই ফাহিমা হন ম্যাচসেরা৷

এই জয়ের ফলে গ্রুপ ‘এ' থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে৷ অন্য গ্রুপে আয়ারল্যান্ডও তিন ম্যাচেই জয় পেয়েছে৷ সেমিফাইনালে অন্য গ্রুপের দ্বিতীয় অবস্থানে থাকা স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য