গ্রিস থেকে ১০০ শিশু শরণার্থী নিচ্ছে ফিনল্যান্ড
১ মে ২০২০বিজ্ঞাপন
গ্রিসের পাঁচটি শরণার্থী শিবিরের মোট ৩৮ হাজার অভিবাসনপ্রত্যাশীর অধিকাংশই এসেছে সিরিয়া এবং আফগানিস্তান থেকে৷ তাদের শতকরা ৩৬ ভাগ, অর্থাৎ প্রায় ১৩ হাজার ৭০০ জন শিশু৷ ওই শিশুদের মধ্য থেকে ১৬০০ জনকে সদস্য দেশগুলোর মধ্যে ভাগাভাগি করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷
ফিনল্যান্ড জানিয়েছিল গ্রিস থেকে ১৭৫ জন অভিবাসনপ্রত্যাশীকে নিতে তারা প্রস্তুত৷ এর মধ্যে ১৩০ জনকে নেয়ার বিষয়টি চূড়ান্ত করেছে দেশটি৷ বৃহস্পতিবার গ্রিসের অভিবাসন মন্ত্রণালয় জানায়, ফিনল্যান্ডে আপাতত ১৩০ জনকে নেবে, তাদের মধ্যে ১০০ জন অভিভাবকহীন শিশু, বাকি ৩০ জন প্রাপ্তবয়স্ক৷ প্রাপ্তবয়স্করা ফিনল্যান্ডে অবস্থানরত পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বসবাসের সুযোগ পাচ্ছেন৷
এর আগে জার্মানি ৪৭ জন এবং লুক্সেমবুর্গ ১২ জন অভিভাবকহীন শিশুকে নেয়ার কথা জানায়৷
এসিবি/কেএম (এপি, ডিপিএ)