সমালোচনা প্রত্যাখ্যান
৮ মে ২০১২বাংলাদেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবীদের সঙ্গে মত বিনিময়ে বলেছেন, গ্রামীণ ব্যাংকে ড. মুহাম্মদ ইউনূসের পদ নিয়ে ‘বিরোধের' বিষয়টি তিনি ওয়াশিংটন থেকে লক্ষ্য করেছেন৷ তিনি আশা করেন, বাংলাদেশ সরকার এমন কিছু করবেনা যাতে গ্রামীণ ব্যাংকের উন্নতি বাধাগ্রস্ত হয়৷
হিলারির এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷ তিনি মঙ্গলবার সচিবালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, হিলারির এই উদ্বেগের কোন যুক্তি নেই৷ গ্রামীণ ব্যাংক সঠিক পথেই চলছে৷ তিনি যাই বলুন না কেন, সরকার তার আগের অবস্থানেই আছে৷
অর্থমন্ত্রী বলেন, এটি সরকারেরই ব্যাংক৷ সরকার এই ব্যাংক প্রতিষ্ঠা করেছে৷ তিনি নিজেও এই ব্যাংকের প্রতিষ্ঠাতাদের একজন৷ আর যুক্তরাষ্ট্র বা বিশ্বব্যাংক গ্রামীণ ব্যাংকের জন্য এক পয়সাও কখনো দেয়নি৷ তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইউনূস সাহেব যে বলেন গ্রামীণ ব্যাংক সরকার দখল করতে চাইছে – তা ‘টোট্যালি রাবিশ'৷ তার এ কথা অনাকাঙ্ক্ষিত৷
গত বছরের ২রা মার্চ বাংলাদেশ ব্যাংক নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে তাঁর নির্ধারিত বয়স পার হওয়ার কারণ দেখিয়ে৷ ড. ইউনূস এর বিরুদ্ধে আদালতে গেলেও রায় তাঁর বিপক্ষে যায়৷ যুক্তরাষ্ট্রসহ দাতা সংস্থাগুলি এরপর থেকে গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের সঙ্গে ড. ইউনূসের একটি ‘সম্মানজনক সমঝোতার' জন্য চাপ দিতে থাকে৷ কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি৷
ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে ড. ইউনূসের নেতৃত্বে একটি অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাবেও সায় দেয়নি সরকার৷ অর্থমন্ত্রী আরো জানিয়েছেন, গ্রামীণ ব্যাংকের বেশ কিছু সহযোগী প্রতিষ্ঠান আছে যার স্বচ্ছতা নাই৷ এব্যাপারে শিগগিরই একটি কমিশন গঠন করবে সরকার৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন