1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমালোচনা প্রত্যাখ্যান

৮ মে ২০১২

বাংলাদেশের গ্রামীণ ব্যাংক নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের উদ্বেগের কোন যুক্তি নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷

https://p.dw.com/p/14rkF
Hillary Clinton and Dr Dipu Moni are speaking in the press conference. in Dhaka, Bangladesh, Saturday, May 5, 2012. Zugestellt von A H M Abdul Hai
ছবি: Harun Ur Rashid Swapsan

বাংলাদেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবীদের সঙ্গে মত বিনিময়ে বলেছেন, গ্রামীণ ব্যাংকে ড. মুহাম্মদ ইউনূসের পদ নিয়ে ‘বিরোধের' বিষয়টি তিনি ওয়াশিংটন থেকে লক্ষ্য করেছেন৷ তিনি আশা করেন, বাংলাদেশ সরকার এমন কিছু করবেনা যাতে গ্রামীণ ব্যাংকের উন্নতি বাধাগ্রস্ত হয়৷

হিলারির এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷ তিনি মঙ্গলবার সচিবালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, হিলারির এই উদ্বেগের কোন যুক্তি নেই৷ গ্রামীণ ব্যাংক সঠিক পথেই চলছে৷ তিনি যাই বলুন না কেন, সরকার তার আগের অবস্থানেই আছে৷

অর্থমন্ত্রী বলেন, এটি সরকারেরই ব্যাংক৷ সরকার এই ব্যাংক প্রতিষ্ঠা করেছে৷ তিনি নিজেও এই ব্যাংকের প্রতিষ্ঠাতাদের একজন৷ আর যুক্তরাষ্ট্র বা বিশ্বব্যাংক গ্রামীণ ব্যাংকের জন্য এক পয়সাও কখনো দেয়নি৷ তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইউনূস সাহেব যে বলেন গ্রামীণ ব্যাংক সরকার দখল করতে চাইছে – তা ‘টোট্যালি রাবিশ'৷ তার এ কথা অনাকাঙ্ক্ষিত৷

গত বছরের ২রা মার্চ বাংলাদেশ ব্যাংক নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে তাঁর নির্ধারিত বয়স পার হওয়ার কারণ দেখিয়ে৷ ড. ইউনূস এর বিরুদ্ধে আদালতে গেলেও রায় তাঁর বিপক্ষে যায়৷ যুক্তরাষ্ট্রসহ দাতা সংস্থাগুলি এরপর থেকে গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের সঙ্গে ড. ইউনূসের একটি ‘সম্মানজনক সমঝোতার' জন্য চাপ দিতে থাকে৷ কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি৷

ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে ড. ইউনূসের নেতৃত্বে একটি অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাবেও সায় দেয়নি সরকার৷ অর্থমন্ত্রী আরো জানিয়েছেন, গ্রামীণ ব্যাংকের বেশ কিছু সহযোগী প্রতিষ্ঠান আছে যার স্বচ্ছতা নাই৷ এব্যাপারে শিগগিরই একটি কমিশন গঠন করবে সরকার৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য