‘কোনো রাজনৈতিক লাভ হবে না’
৯ আগস্ট ২০১২গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে সম্প্রতি সরকার যে সংশোধনী এনেছে তার ফলে ব্যাংকটির চেয়ারম্যান এখন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করতে পারবেন৷ তবে বর্তমান মহাজোট সরকার বিগত কয়েক বছরে সরকার নিয়ন্ত্রিত একাধিক বাণিজ্যিক ব্যাংকে রাজনৈতিক নিয়োগ দিয়েছে৷ সেই কথা স্মরণ করিয়ে দিয়ে সাবেক অর্থ উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করেন যে, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার৷ এবং সেরকম হলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে সরকারের ঘনিষ্ঠ কাউকেই নিয়োগ করা হবে৷ তাঁর মতে, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে যে সংশোধনী আনা হয়েছে তার যৌক্তিক কারণ সরকার দেখাতে পারে নি৷
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বর্তমান প্রচারণায় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে, এমনটি জানিয়ে অর্থনীতিবিদ ড. মির্জা আজিজুল ইসলাম বলেন, ইতিমধ্যে অ্যামেরিকার সরকারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ এছাড়া বাইরের দেশগুলোরও ধারণা তৈরি হচ্ছে যে ড. ইউনূসকে খাটো করার জন্যই এইসব করা হচ্ছে৷
ড. ইউনূসের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে সরকারের কোনো রাজনৈতিক লাভ হবে না বলে মনে করেন মির্জা আজিজুল ইসলাম৷ কারণ তিনি কারো বিরুদ্ধে রাজনৈতিক প্রার্থী হবেন না বা নতুন কোনো দলও গঠন করতে যাচ্ছেন না, বলেন তিনি৷ অন্যদিকে ড. ইউনূস বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে যেভাবে তুলে ধরেছেন, তার বিরুদ্ধে প্রচারণা চালিয়ে সরকারের জনপ্রিয়তাই বরং কমবে এমন মন্তব্য করেন সামরিক বাহিনী সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ