1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোর্খা জনমুক্তি মোর্চাকে নিয়ে ত্রিপাক্ষিক চুক্তি

১৮ জুলাই ২০১১

দার্জিলিং-এর পাহাড়ে শান্তি ফেরানোর লক্ষ্যে আরও এক ধাপ এগনো গেল৷ সাক্ষরিত হল গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন গঠনের ত্রিপাক্ষিক চুক্তি৷

https://p.dw.com/p/11yUd
দুমাসেই দার্জিলিং সমস্যার সমাধান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ছবি: AP

ভোটের আগে প্রথমবার দার্জিলিং গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে দার্জিলিং সমস্যার সমাধান করবেন৷ তিন মাসও না, দুমাসেই সেটা করে দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রীয় সরকার এবং গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে স্বাক্ষর হল ত্রিপাক্ষিক চুক্তি যা গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন গঠনের পথ প্রশস্ত করল৷ সুকনার পিনটেল ভিলেজের অনুষ্ঠান মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম, গোর্খা জনমুক্তি মোর্চা বিমল গুরুং-এর পাশাপাশি দার্জিলিং-এর সাংসদ, বিজেপি নেতা যশবন্ত সিংকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন সংকীর্ণ রাজনীতি নয়, তাঁর সরকারের রাজনৈতিক সদিচ্ছাতেই সিলমোহর লাগালেন তিনি৷ যে কৃতজ্ঞতা স্পষ্ট হল মোর্চা নেতা বিমল গুরুং-এর ভাষণে যে আগের সরকার ৩৫ বছরেও যে উদ্যোগ নেয়নি, নতুন মুখ্যমন্ত্রী এসেই তা করলেন৷ পাহাড়ের মানুষের দুঃখ বুঝলেন৷

Minister P Chidambaram Union Home
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেনছবি: UNI

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম বললেন, তিনি গর্বিত যে তিনি এই ঐতিহাসিক চুক্তির সাক্ষী থাকলেন৷

আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সোজাসাপ্টা ভাষণে বুঝিয়ে দিলেন, বাংলা ভাগ হবে না৷ বললেন, দার্জিলিং-শিলিগুড়ি একই পরিবারের দুই বোনের মতো৷ একজনের উন্নতি হলে অন্যজনেরও ভাল হবে৷ পাহাড়ের মানুষের উদ্দেশে তিনি ডাক দিলেন, সাজিয়ে তুলুন পাহাড়কে৷ হাত লাগান সমতলকে সুন্দর করে তুলতেও৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দু মাসের মধ্যে এই আঞ্চলিক প্রশাসনের নির্বাচন হবে৷ সরকার মনোনীত প্রতিনিধি থাকবেন পাঁচ জন, বাকি ৪৫জনকে নির্বাচিত করবেন স্থানীয় মানুষ৷ পাহাড়ের জন্য এক বড় অংকের আর্থিক সাহায্য দেবে কেন্দ্র যা খরচ হবে এক গুচ্ছ উন্নয়ন প্রকল্পে৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক