গোলাম আযমকে শিগগিরই গ্রেফতার করা হবে: চিফ প্রসিকউটর
১৫ ফেব্রুয়ারি ২০১১গোলাম আযমসহ দেশের শীর্ষ যুদ্ধাপরাধীদের গ্রেফতারের দাবিতে আজ যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে স্মারক লিপি দেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ৷ তারা এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই তাদের গ্রেফতারের ও দ্রুত বিচারের দাবি জানায়৷ নয়তো তারা দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতে পারে৷ বাধাগ্রস্ত করতে পারে বিচার কাজ৷ মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোরশেদ জানান, শীর্ষ যুদ্ধাপরাধীদের গ্রেফতার না করলে তারা নানা ফন্দি ফিকির আঁটতে পারে৷
এরপর যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালের চিফ প্রসিকউটর গোলাম আরিফ টিপু জানান, গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত প্রায় শেষ৷ গোলাম আযম এক নম্বর যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত৷ তাকে শিগগিরই গ্রেফতার করা হবে৷
তবে ঠিক কতদিনের মধ্যে বা কোন মাসে গোলাম আযমকে গ্রেফতার করা হতে পারে তা জানাননি চিফ প্রসিকউটর৷
এদিকে যুদ্ধাপরাধ মামলায় কারাগারে আটক মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আজ প্রাথমিক তদন্ত রিপোর্ট ট্রাইবুন্যালে উপস্থাপন করা হয়েছে৷ অধিকতর তদন্তের জন্য তদন্তকারীরা আরো সময় চাইলে আদালত রোববার সাঈদীর উপস্থিতিতে শুনানির দিন ঠিক করছেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন