গুগলের নতুনের সেবা ‘‘বাজ’’
১০ ফেব্রুয়ারি ২০১০মঙ্গলবার গুগল জানিয়েছে, তাদের ই-মেইল সার্ভিস জিমেইলের সঙ্গে পাওয়া যাবে নতুন এক সেবা, নাম তার গুগল বাজ৷ সামাজিক নেটওয়ার্কিং এর সব সুবিধাই যুক্ত আছে এতে৷ মানে স্ট্যাটাস আপডেট থেকে শুরু করে ছবি, ভিডিও বা লিংক শেয়ার বাজ-এ করা যাবে আরো সাবলিলভাবে৷ প্রয়োজন হবেনা বাড়তি সেটআপের৷ গুগলের আপনার একাউন্টে থাকা বন্ধুরাই স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে এক অপরের সঙ্গে, বাজ- এর বদৌলতে৷
গুগল বাজ- এর প্রোডাক্ট ম্যানেজার টড জেকসন জানিয়েছেন, বাজ জিমেইলকে নিয়ে যাচ্ছে নতুন এক দুনিয়ায়৷ সেই দুনিয়ায় সবাই সবার সঙ্গে যুক্ত হবে আরো ঘনিষ্টভাবে, আরো সহজে৷
গুগলের এই নতুন সেবা ফেসবুক আর টুইটারের জন্য সরাসরি হুমকি বলে মনে করছেন ইন্টারনেট বিশেষজ্ঞরা৷ বিশেষত ফেসবুক বা টুইটারে মানুষ যেমন নিজেদের অভিজ্ঞতা, কর্মকান্ড আর চিন্তাভাবনা শেয়ার করার সুযোগ পায়, বাজেও থাকবে সেই সুযোগ৷
তবে বিশেষজ্ঞদের মতে, গুগল বাজ প্রথমেই যার মাথায় ‘বাজ' ফেলতে চলেছে সে হচ্ছে টুইটার৷ কারণ, নতুন এই সেবা টুইটার মানে টুইটার ধরণের কর্মকান্ডকে ঢুকিয়ে দিচ্ছে জিমেইলের মধ্যে৷ ফলে, কেউ না চাইলে জোর করে কে কি লিখলো তা দেখতে যেতে হবে না টুইটার একাউন্টে৷ বরং অল-ইন-ওয়ান মানে ই-মেইলের মধ্যেই আসবে সবকিছু- স্বয়ংক্রিয়ভাবে৷
অবশ্য, কেউ কেউ বলছেন, আপাতত বাজ অন্যদের গ্রাহক খাওয়ার চেয়ে নতুন গ্রাহক তৈরি করতে পারে৷ বিশেষত, যারা ইন্টারনেট ব্যবহার বলতে শুধু ই-মেইল চেক করেন তারা আগ্রহী হয়ে উঠতে পারেন বাজ-এর প্রতি৷
এছাড়া, স্মার্টফোনেও সহজে ব্যবহার করা যাবে বাজ৷ ফলে চলন্ত অবস্থায় নিজের অবস্থান জানাতেও বাজ-কে বেছে নিতে পারবেন অনেকে৷ একইসঙ্গে জিও-লোকেশন সুবিধা থাকায় আশপাশে কি নিয়ে আলোচনা চলছে তাও যেকোন মুহুর্তে জানিয়ে দেবে বাজ৷
নতুন বাজ ব্যবহারকারীরা চাইলে টুইটার, ফ্লিকার এবং গুগল রিডারের মতো একাউন্টগুলো থেকে সব তথ্য নিয়ে আসতে পারবেন বাজ প্রোফাইলে৷ এ সবকিছু মিলিয়ে বাজ ইতিমধ্যেই বেশ খানিকটা আলোড়ন তুলেছে ইন্টারনেট জগতে৷ তবে, সকল জিমেইল ব্যবহারকারী একসঙ্গে এই সুবিধা পাবেন কিনা বোঝা যাচ্ছে না, গুগল এই বিষয়টি পরিষ্কার না করলেও ধীরে ধীরে তা ছড়াবে সবার কাছে এটা বলা চলে৷
প্রতিবেদক: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সাগর সরওয়ার