1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুগলের চোখে ভুটান

২৬ অক্টোবর ২০১৪

বাংলাদেশ থেকে এখন অনেকেই ভুটান ঘুরতে যান৷ অথচ জানেন কি, মাত্র ৪০ বছর আগে সে দেশ প্রথমবারের মতো পর্যটকদের ঢোকার অনুমতি দিয়েছিল? এখনো পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ করে চলেছে দেশটি৷

https://p.dw.com/p/1Dc1s
Lhasa-Bahn
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa

বেশিরভাগ দেশ চায় পর্যটন শিল্প থেকে আয় করতে৷ সেজন্য যত রকমের পদক্ষেপ নেয়া প্রয়োজন তা করার চেষ্টা করে৷ কিন্তু ভুটানের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম৷ তারা পর্যটক সংখ্যা একটা নির্দিষ্ট পর্যায়ে রাখতে চায়, যেন নিজেদের সংস্কৃতি ঠিক থাকে৷ দেশটির পর্যটন কাউন্সিলের মুখপাত্র ডামচো রিনজিন বলেন, ভুটান পর্যটকদের জন্য আরেকটি গন্তব্য হতে চায় না

ভুটানের এই মনোভাব ফুটে উঠেছে গুগল স্ট্রিট ভিউ প্রকল্পের সদস্য ডিভন ল্যান এর কথাতেও৷ ভুটানে স্ট্রিট ভিউ সেবা চালুর প্রাক্কালে তিনি বলেন, ‘‘প্রতিটি দেশের সরকারই স্ট্রিট ভিউ এর ব্যাপারে আগ্রহ দেখিয়েছে৷ এটাকে তারা দেশের পর্যটন শিল্পের উন্নতির সহায়ক হিসেবে দেখেছে৷ কিন্তু ভুটানের ক্ষেত্রে আলোচনাটা ছিল ভিন্ন৷ পর্যটকদের সংখ্যা না বাড়িয়ে এবং সংস্কৃতি রক্ষা করে কীভাবে বিশ্বের কাছে ভুটানকে তুলে ধরা যায় সেটাই ছিল আলোচনার বিষয়৷''

Bhutan Gletscherschmelze 2013 Tempel in Punakha
বেশি পর্যটক চায় না ভুটানছবি: DW/A. André

আলোচনা শেষে গুগলকে স্ট্রিট ভিউ প্রকল্প নিয়ে কাজ করার অনুমতি দেয় ভুটান সরকার৷ এরপর ২০১৩ সালের মে মাসে ভুটানের রাস্তায় ক্যামেরা সম্বলিত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে গুগলের দল৷ এভাবে তারা প্রায় তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়৷ এ সময় দশ লক্ষেরও বেশি ছবি তোলা হয়৷

গুগলের এই সেবার কারণে ভার্চুয়াল পর্যটকরা এখন ভুটানের পাহাড়, নদী সহ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, আশ্রম ইত্যাদি দেখতে পাবেন৷

ভুটান যে কারণে বেশি পর্যটক চায় না, পর্যটকরা সে কারণেই ভুটানের প্রতি আকৃষ্ট হন৷ তাঁরা ভুটানের ‘বিচ্ছিন্ন' থাকার বৈশিষ্ট্যটা পছন্দ করেন৷ পর্যটকরা ভুটানে গিয়ে দেখতে চান, টুরিস্টরা সেখানে ঠিক কতটা বিরল৷ ট্রাভেল বিষয়ক ওয়েবসাইট ইন্ডাগেয়ার ডটকম এর প্রতিষ্ঠাতা মেলিসা বিগস ব্র্যাডলি বলেন, ‘‘ভুটান কতটা বিচ্ছিন্ন সেটা দেখাই ভুটানের প্রতি পর্যটকদের আকর্ষণের অন্যতম বড় কারণ৷''

আপনিও কি এমন আকর্ষণ অনুভব করছেন?

জেডএইচ/এসবি (এএফপি)