1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গির্জায় যৌন নিপীড়নের ঘটনা জানাতে আইন

৯ মে ২০১৯

ক্যাথলিক গির্জায় শিশুসহ অন্যান্যদের যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ দীর্ঘদিনের হলেও এতদিন নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেয়া হয়নি৷ তবে এবার পোপ ফ্রান্সিস এ সম্পর্কিত একটি আইন জারি করেছেন৷

https://p.dw.com/p/3IEzI
ছবি: Getty Images/AFP/D. Dilkoff

বৃহস্পতিবার প্রকাশিত এই আইনের মাধ্যমে যাজক ও সন্ন্যাসিনীদের জন্য যৌন নিপীড়ন সংক্রান্ত তথ্যাদি অবিলম্বে গির্জা কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক করা হয়েছে৷ ফলে এই বিষয়ক তথ্য, যেমন যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে এমন নির্দিষ্ট তথ্য, কিংবা অপরাধ ঘটে থাকতে পারে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে, এমন তথ্য কর্তৃপক্ষকে জানাতে হবে৷ এছাড়া কেউ এমন ঘটনা আড়ালের চেষ্টা করছে কিনা তা-ও জানাতে বাধ্য থাকবেন যাজক ও সন্ন্যাসিনীরা৷ শিশু পর্নগ্রাফির বিষয়টিও জানাতে হবে বলে আইনে বলা হয়েছে৷

এই অভিযোগ জানানোর একটি সহজ ব্যবস্থা গড়ে তুলতে গির্জাগুলোর জন্য ২০২০ সালের জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে৷

অবশ্য এই আইন না মানলে কোনো শাস্তির ব্যবস্থা রাখা হয়নি৷

উল্লেখ্য, অস্ট্রেলিয়া থেকে চিলি, জার্মানি, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে কয়েক দশক ধরেই গির্জায় শিশুসহ অন্যান্যদের উপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে৷ এ বিষয়ে আলোচনা করতে গত ফেব্রুয়ারি মাসে সারা বিশ্বের যাজকদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছিলেন পোপ৷ সেই সময় তিনি স্বীকার করেছিলেন যে, অনেক যাজক অতীতে সন্ন্যাসিনীদের ‘যৌন দাসী’ হিসাবে ব্যবহার করেছেন এবং হয়ত এখনো করছেন৷

যৌন নিপীড়নের শিকাররা অনেকদিন ধরেই ভ্যাটিকানের কাছ থেকে এই অপরাধের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আশা করছিলেন৷ তাঁদের দাবি ছিল, যাজকদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাঁদের বহিষ্কার করতে হবে৷ অনেকে অপরাধী যাজকদের পুলিশের হাতে তুলে দেয়ারও দাবি জানিয়েছিলেন৷

জেডএইচ/এসিবি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য