1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গির্জার পক্ষে অন্যায় প্রস্তাব, সাংবাদিকদের প্রতিবাদ

৬ জানুয়ারি ২০২১

শিশু নিগ্রহের তদন্ত রিপোর্ট নিয়ে সাংবাদিকদের গোপনীয়তার চুক্তি করার প্রস্তাব দিয়েছিল জার্মানির চার্চগুলোর প্রতিনিধিত্বকারী একটি সংগঠন। এই ঘটনায় আয়োজিত সাংবাদিক সম্মলেন বয়কট করেছেন গণমাধ্যমকর্মীরা।

https://p.dw.com/p/3nZJq
তদন্ত প্রতিবেদন গোপন রাখতে বলা হয় সাংবাদিকদের (প্রতীকী ছবি)
তদন্ত প্রতিবেদন গোপন রাখতে বলা হয় সাংবাদিকদের (প্রতীকী ছবি)ছবি: picture-alliance/dpa/O. Berg

শিশু নির্যাতনের অপ্রকাশিত একটি তদন্ত রিপোর্টের বিষয়ে জানাতে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করে দ্য আর্চডায়াসেস অব কোলন৷ প্রতিবেদনটি কেন প্রকাশ করা হচ্ছে না তার কারণ হিসেবে পদ্ধতিগত ত্রুটির কথা তুলে ধরেন কোলন আর্চবিশপ রাইনার মারিয়া ভোয়েলকি৷

তবে মূল তদন্ত প্রতিবেদনের সম্পাদিত একটি সংস্করণ তারা সাংবাদিকদের দেখানোর প্রস্তাব দেন৷ সেক্ষেত্রে অপরাধের ঘটনা, অভিযুক্ত অপরাধী এবং জড়িত চার্চ কর্মকর্তাদের নাম গোপন রাখার শর্ত দেয়া হয়৷ এ সংক্রান্ত একটি চুক্তিপত্রে তাদেরকে সই করতে বলা হয় যেখানে লেখা ছিল, ‘'সাংবাদিক এই প্রতিশ্রুতি দিচ্ছেন যে, এই তথ্যের বিষয়ে তিনি সম্পূর্ণ গোপনীয়তা অবলম্বন করবেন৷’’

উপস্থিত আটজন সংবাদকর্মীর সবাই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে অনুষ্ঠানটি বয়কট করেন৷

দুই বছর আগে কার্ডিনাল ভোয়েলকি তার এখতিয়ারভুক্ত চার্চগুলোতে যৌন নিপীড়নের ঘটনার স্বাধীন ও বিস্তৃত তদন্তের ঘোষণা দেন৷ একটি আইনী প্রতিষ্ঠান সেই তদন্ত শেষ করে প্রতিবেদন জমাও দিয়েছে৷ কিন্তু তদন্ত প্রতিবেদন আইনসঙ্গত হয়নি এমন যুক্তিতে সেটি প্রকাশ করা হচ্ছে না৷ মূল প্রতিবেদনটি সম্পাদনা করে আগামী মার্চে প্রকাশের কথা রয়েছে৷

এফএস/এসিবি (ডিপিএ, কেএনএ)