গান গেয়ে স্কুল ছুটির ঘোষণা!
১ ফেব্রুয়ারি ২০১৯মিশিগানের সোয়ার্জ ক্রিক কমিউনিটি স্কুলের অধ্যক্ষ ও সুপারিন্টেনডেন্ট গান গেয়েই জানালেন, তুষারপাতের কারণে স্কুলে আসতে হবে না৷
তিন মিনিট ৩৩ সেকেন্ডের সেই ভিডিওটি ইউটিউবে পোস্ট করেছেন সুপারিন্টেনডেন্ট বেন মনিকা৷ ভিডিওতে দেখা যায়, বেন মনিকা ও অধ্যক্ষ জিম কিচেন বেশ মজা করতে করতে গান গাইছেন৷
গানের সুর হিসেবে তারা বেছে নেন মিশিগানের একটি জনপ্রিয় ভক্তিগীতি৷ তাতে শুধু ছুটির ঘোষণার লিরিক যোগ করে দেন৷
ভিডিও বার্তার শুরুতে লেখা ছিল ‘সোয়ার্জ ক্রিক কমিউনিটি স্কুলের পক্ষ থেকে জরুরি বার্তা’৷
ভিডিওটির শুরুতেই বেন মনিকা নিজেদের পরিচয় দেন এবং বলেন, কিছু একটা ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে৷ কারণ, সোয়ার্জ স্কুলের অধ্যক্ষ এবং সুপারিনটেন্ডেন্ট গান গেয়ে স্কুল বাতিলের ঘোষণা দিতে যাচ্ছেন৷
এরপর ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতে শুরু করলে বেন মনিকা গান শুরু করেন৷ জিম কিচেন তাঁকে থামিয়ে বলেন, গানটিকে অসম্মানিত করার উদ্দেশ্যে গাইছি না৷ এরপরই সানগ্লাস চোখে দিয়ে গান ধরেন মনিকা৷
গানের কথা ছিল, এমন একটা তুষারঝড়ের দিনে স্কুলে আসা বেশ ঝামেলার৷ তাই বাসায় একটা পারিবারিক দিন কাটানোই ভালো হবে৷ সবাইকে নিরাপদে ও উষ্ণতায় থাকার ও পরিবারের জন্য কিছু করার আহ্বানও জানানো হয় গানে গানে৷ গানটিতে আরো বলা হয়, ‘‘আমরা জানি তোমরা স্কুলে আসতে ভীষণ আগ্রহী৷ তাই আজ নয়, বুধবার আমাদের জন্য কুকিজ নিয়ে এসো৷’’
গান শেষে বেন মনিকা আবারও নিরাপদে থাকার বার্তা দেন৷ তিনি আরো বলেন, ‘‘আশা করি স্কুলের পরিবারের সদস্যরা আমাদের এই প্রয়াসকে ভালোভাবেই নেবেন এবং নিজেদের সন্তানদের নিরাপদে রাখবেন৷’’
বেন মনিকা নিজের ইউটিউব চ্যানেল থেকে এটি শেয়ার করার পর গত ৭২ ঘণ্টায় প্রায় ১২ লাখ বার দেখা হয়েছে এবং শেয়ার হয়েছে কয়েক হাজার বার৷
এফএ/এসিবি