গাজা: যেখানে ঘোড়া পরে ডায়াপার!
ঘোড়ায় টানা গাড়ি ছাড়া গাজার জনবহুল রাস্তা কল্পনা করা যায় না। কিন্তু ঘোড়ার কারণে গাজার রাস্তাঘাট মলে ভরে যায়। রাস্তা পরিষ্কার রাখতে এবার ডায়াপার-স্টাইলের ব্যাগ পরানো হচ্ছে ঘোড়াগুলোকে। বিস্তারিত জেনে নিন ছবিঘরে।
চিরায়ত ঘোড়ার গাড়ি
ঘোড়া সারা বিশ্বে এভাবেই গাড়ি টানে৷ তবে গাজার ঘোড়ারা অন্যরকম৷
গাজায় ডায়াপার পরা ঘোড়ার গাড়ি
ছবিটি গাজা উপত্যকার দেইর আল-বালাহতের। পুরসভার সাফাই কর্মী সাহের খাত্তাব, আবর্জনা সংগ্রহের জন্য এমন ঘোড়ায় টানা গাড়ি চালান। তার গাড়ির ঘোড়াটিকেও ডায়াপার পরানো রয়েছে।
ঘোড়া কেন পরে ডায়াপার!
ফিলিস্তিনি এই সাফাইকর্মী বলেন, ঘোড়ার বর্জ্য রাস্তায় পড়ে থাকার ফলে বিশ্রী গন্ধ, মাছির আনাগোনায় পরিবেশ হয়ে উঠেছিল অস্বাস্থ্যকর। ঘোড়াদের ডায়াপার পরানোয় সমস্যা খানিকটা হলেও মিটেছে।
যেভাবে পরানো হয় ডায়াপার
ছবিতে দেখুন, এক নারী একটি ঘোড়াকে যত্ন করে ডায়াপার ব্যাগ পরিয়ে দিচ্ছেন। এই ব্যাগগুলো পণ্যবহনকারী গাধা এবং ঘোড়ার পশ্চাদভাগে সংযুক্ত থাকে। পশুগুলোর বর্জ্যকে প্রাকৃতিক সারের একটি উৎস হিসাবে সংগ্রহ করা হয়, যা নিকটবর্তী কৃষিজমিতে ব্যবহার করা যেতে পারে।
ঘোড়া থাকবে, পরিচ্ছন্নতাও থাকবে
দক্ষিণ গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহরে এই উদ্যোগ নিয়েছেন একদল অ্যাক্টিভিস্ট। তাদের তরফে আনোয়ার আল-ঘাওয়াশ বলেন, ''আমরা পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে চাই, রাস্তা পরিষ্কার রাখতে চাই। আমরা চাই সুস্থ পরিবেশ বজায় থাকুক।"