1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজা থেকে ইসরাইলী সেনা প্রত্যাহারের পরিকল্পনা

আবদুস সাত্তার৭ এপ্রিল ২০০৪

গাজা ভূ-খন্ড থেকে ইসরাইলী সৈন্য প্রত্যাহারের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল নীতিগতভাবে একমত হল৷ওয়াশিংটনে এক আলোচনায় দুই দেশের মধ্যে এই ঐকমত্য হল৷

https://p.dw.com/p/DQ4E
প্যালেস্টাইনের পরারাষ্ট্রমন্ত্রী নাবিল শাথ
প্যালেস্টাইনের পরারাষ্ট্রমন্ত্রী নাবিল শাথছবি: AP

গাজা অন্চল থেকে ইসরাইলের একতরফা সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের একমত হওয়ার খবরটি পরিবেশন করে ইরাইলী বেতার দুই দেশের মধ্যে অনুষ্ঠিত আলোচনার ওপরে ওয়াশিংটনের সুত্রের উদ্বৃতি দিয়ে৷

বেতারের খবরে বলা হয় যে , মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ আন্তর্জাতিক শান্তি-পরিকল্পনা-Roadmap-এর বাস্তবায়নের লক্ষ্যে গাজা থেকে ইসরাইলী সৈন্য সরিয়ে নেয়ার পরিকল্পনাকে একটি মধ্যবর্তী অগ্রগতি হিসেবে সমর্থন জানাচ্ছেন৷ শান্তিপরিকল্পনায় একটি প্যালেস্টাইনী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে৷

গাজা এলাকা থেকে ইসরাইলী সৈন্য প্রত্যাহারের ব্যাপারে গত সপ্তাহে জেরুসালেমে সমঝোতা হয় মার্কিন সরকারের কর্মকর্তা এবং ইসরাইলী প্রধানমন্ত্রী আরিয়েল শারনের মধ্যে৷ যে সব প্রশ্নে এখনও মতভেদ রয়েছে সেগুলো দূর করার চেষ্টা করা হবে বুশ ও শারনের মধ্যে আগামী ১৪ই এপ্রিলে অনুষ্ঠেয় এক আলোচনায়৷

গাজা ভূ-ফন্ড থেকে ইসরাইলী সৈন্য প্রত্যাহার এবং সেখান থেকে ইহুদি বসতি তুলে নেওয়ার কোন তারিখ এখনও নির্ধারিত হয় নি৷ ইসরাইলী প্রধানমন্ত্রী আরিয়েল শারন গত ডিসেম্বরে এক ভাষনে গাজা অন্চল থেকে ইসরাইলী সেনা প্রত্যাহারের পরিকল্পনার কথা জানান এবং ফেব্রুয়ারীর গোড়ায় একটি সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাত্কারে তা তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন৷

এদিকে , প্যালেস্টাইনের পরারাষ্ট্রমন্ত্রী নাবিল শাথ চলতি মাসের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন বুশ প্রশাসনের উর্ধতন কর্মতাদের সঙ্গে আলোচনার জন্য৷ গাজা শহরে তাঁর দফতরের সূত্র থেকে এ কথা জানা গেছে৷

গত অক্টোবরে প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী আহমেদ কুরেই ক্ষমতায় আসার পর শাথ প্রথম ওয়াশিংটন যাচ্ছেন আগামী ২১শে এপ্রিল ৷ শাথ ,এর আগে , ওয়াশিংটন গিয়েছিলেন গত জুলাই মাসে তদানীন্তন প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাসের সঙ্গে৷

শাথের দফতর থেকে সরকারীভাবে জানানো হয়েছে , এই সফরটি হবে শান্তি-প্রক্রিয়া পূনরায় শুরু করার প্রচেষ্টার অংশ হিসেবে৷


প্যালেস্টাইনী পররাষ্ট্রমন্ত্রী শাথ ওয়াশিংটন সফরে যাচ্ছেন হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট বুশের সঙ্গে ইসরাইলী প্রধানমন্ত্রী শারনের আলোচনার ঠিক এক সপ্তাহ পরে৷