গাজায় হামলায় সাত ত্রাণকর্মী নিহত: এনজিও
২ এপ্রিল ২০২৪‘‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন খুব দুঃখের সঙ্গে জানাচ্ছে, গাজায় আইডিএফ-এর হামলায় আমাদের সাত সদস্য নিহত হয়েছে,'' এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি৷
ডাব্লিউসিকে বলছে, নিহতরা ‘অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্যের, একজন যুক্তরাষ্ট্র ও ক্যানাডার দ্বৈত নাগরিক ও ফিলিস্তিনের'৷
‘ঐ অঞ্চলে কার্যক্রম স্থগিতেরও' ঘোষণা দিয়েছে ডাব্লিউসিকে৷
গত অক্টোবরে যুদ্ধ শুরুর পর ত্রাণ তৎপরতা শুরু করেছিল ডাব্লিউসিকে৷ গাজার ক্ষুধার্ত মানুষদের তৈরি খাবারও দিয়ে আসছিল তারা৷
সাইপ্রাস থেকে জাহাজে করে গাজায় সাহায্য পাঠানো দুই এনজিওর একটি ডাব্লিউসিকে৷ গাজায় অস্থায়ী জেটি তৈরিতেও তারা সংশ্লিষ্ট ছিল৷
ডাব্লিউসিকে বলছে, দিয়ের আল-বালাহ এলাকায় ১০০ টনের বেশি খাদ্য সহায়তা নামানোর পর তাদের একটি দল ফিরে আসছিল৷ আইডিএফ-এর সঙ্গে তাদের চলাচল বিষয়ে তথ্য আদান-প্রদানের পরও হামলা হয়েছে বলে দাবি সংস্থাটির৷
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি মঙ্গলবার জোমি ফ্রাঙ্ককম নামে অস্ট্রেলীয় এক ত্রাণকর্মী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন৷ ‘‘এটা পুরোপুরি অগ্রহণযোগ্য৷ সাহায্যকর্মীদের মৃত্যুর বিষয়ে অস্ট্রেলিয়া পুরো জবাবদিহিতা আশা করে,'' বলে এক বিবৃতিতে জানান তিনি৷
মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন এক্স-এ লিখেছেন, এই ঘটনায় হোয়াইট হাউসের ‘হৃদয় ভেঙে গেছে এবং (হোয়াইট হাউস) গভীরভাবে উদ্বিগ্ন'৷ ইসরায়েলকে ঘটনাটি দ্রুত তদন্ত করারও আহ্বান জানান তিনি৷
ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা ‘এই ট্র্যাজিক ঘটনাটি বোঝার জন্য সর্বোচ্চ পর্যায়ে বিস্তারিত পর্যালোচনা করছে'৷ ফিলিস্তিনিদের সহায়তা দিতে তারা ‘ডাব্লিউসিকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে' বলেও জানিয়েছে তারা৷
জেডএইচ/কেএম (এএফপি)