1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

গাজায় চারদিনের যুদ্ধবিরতি, ৫০ পণবন্দিকে মুক্তি দেবে হামাস

২২ নভেম্বর ২০২৩

গাজায় সাময়িক যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল। হামাস ৫০ জন পণবন্দিকে মুক্তি দেবে। ইসরায়েল ছেড়ে দেবে ১৫০ জেলবন্দিকে।

https://p.dw.com/p/4ZHvb
তেল আভিভে মঙ্গলবারের ছবি। পণবন্দিদের পরিবার, বন্ধু, ও শুভাকাঙ্খীরা বিক্ষোভ দেখান।
পণবন্দিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ হয়েছে। ছবি: Ariel Schalit/AP Photo/picture alliance

এই সমঝোতা বুধবার ভোরে ইসরায়েলের মন্ত্রিসভা অনুমোদন করেছে।  সমঝোতা অনুযায়ী, ইসরায়েল চারদিন গাজায় কোনো আক্রমণ চালাবে না। হামাস৫০ জন নারী ও শিশু পণবন্দিকে মুক্তি দেবে। গাজায় ওষুধ-সহ অন্য ত্রাণসামগ্রী যেতে দেয়া হবে।

হামাস জানিয়েছে, এর বিনিময়ে ইসরায়েল তাদের জেলে বন্দি ১৫০ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে।

ইসরায়েল বলেছে, এরপর হামাস যদি ১০ জন করে পণবন্দিকে মুক্তি দেয়, তাহলে যুদ্ধবিরতি একদিন করে বাড়ানো হবে।

বর্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কাতার ও অ্য়ামেরিকার কিছু মধ্যস্থতাকারী গোপনে এই সমঝোতা করার লক্ষ্য়ে কাজ করে গেছেন। তারা জানিয়েছেন, এই সমঝোতা অবিলম্বে চালু হবে।

ইসরায়েলের মিডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পণবন্দিদের মুক্তি দেয়া শুরু হবে।

নেতানিয়াহুর বক্তব্য

এই সমঝোতা অনুমোদনের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতি মানে যুদ্ধ পুরোপুরি থেমে যাওয়া নয়। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ চলবে। যতদিন ইসরায়েলের সব লক্ষ্যপূরণ না হচ্ছে, ততদিন এই যুদ্ধ চালানো হবে।

নেচানিয়াহু বলেছেন, ''যতদিন হামাসকে নিশ্চিহ্ন না করতে পারছি, যতদিন সব পণবন্দি মুক্তি পাচ্ছে, যতদিন এটা না নিশ্চিত হচ্ছে যে গাজা থেকে আর কেউ ইসরায়েলের বিপদের কারণ হবে না, ততদিন য়ুদ্ধ চলবে।''

নেচানিয়াহুর দাবি, এই যুদ্ধবিরতির ফলে ইসরায়েলের সেনা যুদ্ধ করার জন্য প্রস্তুতিও নিতে পারবে।

নেতানিয়াহু এই সমঝোতার জন্য মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকেও ধন্যবাদ জানিয়েছেন।

হামাসের বক্তব্য

হামাস জানিয়েছে, সমঝোতা হয়েছে। ইসরায়েলও তাদের জেলে বন্দি ১৫০ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে।

হামাস একটি বিবৃতিতে বলেছে, ''আমরা যখন সমঝোতা চুক্তির কথা ঘোষণা করছি, তখন আমাদের আঙুল ট্রিগারে রয়েছে। আমাদের যোদ্ধারা আমাদের মানুষকে রক্ষা করার কাজ চালিয়ে যাবে।''

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)