1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় ইসরায়েলের মুহুর্মুহু হামলা

৯ জুলাই ২০১৪

গাজায় মুহুর্মুহু বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল৷ হামলায় এ পর্যন্ত অন্তত ৩২ জন নিহত হয়েছে৷ ইসরায়েল ও ফিলিস্তিনিদের প্রতি প্রতিশোধপরায়ণ মানসিকতা ছেড়ে শান্তি স্থাপনের আহ্বান জানিয়েছেন বারাক ওবামা৷

https://p.dw.com/p/1CYf6
Zur Meldung Raketenteile fallen auf Aida-Kreuzfahrtschiff vor Israels Küste 8.7.2014
ছবি: picture-alliance/dpa

মঙ্গলবার থেকে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল৷ হামলার লক্ষ্য মূলত ‘ইসলামি জঙ্গি সংগঠন' হামাসের ঘাঁটি৷ ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, দু দিনে অন্তত ৪০০টি লক্ষ্যস্থলে হামলা চালিয়েছে তারা৷ হামলায় এ পর্যন্ত নিহত ৩২ জনের মধ্যে অন্তত দু জন নারী এবং পাঁচজন শিশু রয়েছে৷

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের উপর্যুপরি রকেট হামলা বন্ধ করার উদ্দেশ্যেই তাদের এই বিমান হামলা৷ সাগর থেকেও চলছে হামলা৷ মঙ্গলবার ইসরায়েলের কয়েকটি শহরকে লক্ষ্য করে হামাস রকেট হামলা শুরু করার পর ইসরায়েলি সেনাবাহিনী গাজা অভিযান জোরদার করে৷ দু দিনের লাগাতার আক্রমণের কারণে হামাসের হামলার মাত্রা অনেক কমেছে৷ মঙ্গলবার ইসরায়েলের দিকে অন্তত ১৬০টি রকেট ছুড়েছিল হামাস৷ বুধবার গাজা থেকে মাত্র ৪টি রকেট ছোড়ার খবর পাওয়া গেছে৷

তবে হামাসের হামলা থামলেই ইসরায়েলের আগ্রাসী অভিযান থেমে যাবে এমন কোনো ইঙ্গিত নেই৷ গাজার সীমান্তে ইসরায়েল পদাতিক বাহিনী মোতায়েন করায় হামলার তীব্রতা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ বার্তা সংস্থা এপি-কে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র লেরনার জানান এ মুহূর্তে হামলা থামানোর পরিকল্পনা তাদের নেই৷ তিনি বলেন, ‘‘সংগঠনটিকে (হামাস) আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে৷ রকেট হামলা চালিয়ে ওরা আক্ষরিক অর্থেই আমাদের জিম্মি করে রাখতে চাইছে৷''

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দু পক্ষের প্রতি প্রতিশোধের মানসিকতা ছেড়ে শান্তি স্থাপনে উদ্যোগী হবার আহ্বান জানিয়েছেন৷ জার্মানির সাপ্তাহিক ‘ডি সাইট'-এর এক প্রতিবেদনে তাঁর এই আহ্বানের কথা প্রকাশিত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে৷ গাজায় ইসরায়েলের হামলার কারণে বিশ্বজুড়েই উদ্বেগ বাড়ছে৷ এ হামলাকে ‘বর্বরোচিত' আখ্যা দিয়ে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে জর্ডান৷

এসিবি/জেডএইচ (এপি, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য