1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

গাজায় আবার ইসরায়েলের বিমান হামলা

১৩ ফেব্রুয়ারি ২০২৩

সোমবার ভোরে বেশ কয়েকটি বিস্ফোরণে কেঁপে ওঠে গাজা উপত্যকা। তাৎক্ষণিকভাবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷

https://p.dw.com/p/4NPRf
ইসরায়েলের বিমান হামলায় ধসে পড়া একটি ভবন
ইসরায়েলের বিমান হামলায় ধসে পড়া একটি ভবনছবি: IBRAHEEM ABU MUSTAFA/REUTERS

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, হামাস রকেট তৈরি করার জন্য ব্যবহার করে এমন একটি ভূগর্ভস্থ স্থানে তারা হামলা চালিয়েছে৷

শনিবার গাজা উপত্যকা থেকে ছোঁড়া একটি রকেট ভূপাতিত করার পর ইসরায়েল এই বিমান হামলা চালালো৷ তবে রকেট ছোঁড়ার দায় কোনো ফিলিস্তিনি পক্ষ এখনো স্বীকার করেনি৷

এদিকে, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের আরেকটি ফিলিস্তিনি অঞ্চল নাবলুসের একটি বাড়ি ঘিরে ফেলার পর সেখানে গোলাগুলি হয়৷ এতে কয়েকজন হতাহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে৷

নাবলুস ও নিকটবর্তী জেনিনভিত্তিক ফিলিস্তিনি বন্দুকধারী দল ‘দ্য ডেন অফ লায়ন্স’ বলেছে যে, তারা সেনাবাহিনীর একটি ইউনিটে হামলা চালিয়েছে৷ তবে ইসরায়েল তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি৷

গত এক বছর ইসরায়েলের হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল দ্য ডেন অফ লায়ন্স৷

চলতি বছরে এ পর্যন্ত অন্তত ৪২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল৷ অন্যদিকে, ইসরায়েলে নিহত হয়েছে ১০ জন৷

একেএ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান