1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজার পরিস্থিতি ভয়াবহ

রিয়াজুল ইসলাম১৫ জানুয়ারি ২০০৯

গাজায় ইসরায়েলী হামলায় যে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিশ্ব নেতৃবৃন্দ৷ জার্মানির পক্ষ থেকে গাজা সংকটের একটি সুরাহা করার জোর চেষ্টা চালাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ার৷

https://p.dw.com/p/GZNY
জ্বলছে গাজাছবি: picture-alliance / dpa

এদিকে বৃহস্পতিবার ইসরায়েলী ট্যাংক হামলায় আক্রান্ত হয় গাজায় অবস্থিত জাতিসংঘের একটি কার্যালয়৷

ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানের ফলে ১৫ লাখ মানুষ অধ্যুষিত গাজার অবস্থা এখন অমানবিক৷ খাদ্য, পানি ও জীবন বাঁচানোর ওষুধের অভাবে সেখানে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা৷ তার ওপর ইসারায়েলী বাধার কারণে সাহায্য সংস্থাগুলোর পাঠানো সহায়তা গাজায় ঢুকতে পারছে না৷ সেখানে একটি যুদ্ধ বিরতির জন্য আন্তর্জাতিক মহলের চেষ্টা চললেও এখন পর্যন্ত তা কোন সফলতার মুখ দেখেনি৷ তবুও জার্মানির নেতৃত্বে আন্তর্জাতিক মহল গাজার এই অমানবিক পরিস্থিতি ঠেকাতে একটি দেনদরবার চালিয়ে যাচ্ছে৷

Aussenminister Steinmeier Rede zum Wahlsieg Barack Obama
জার্মান পররাষ্ট্র মন্ত্রী ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ারছবি: AP

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে বৈঠককালে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল গাজা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷ ইতিমধ্যে জার্মান পররাষ্ট্র মন্ত্রী ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ার দ্বিতীয়বারের মত মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন৷ যে কোনভাবে গাজার দুর্দশাগ্রস্ত মানুষগুলোকে উদ্ধার করাটা এবারের সফরের মূল লক্ষ্য৷ এর আগে জার্মান সংসদ বুন্দেসতাগে তিনি তাঁর ভাষণে গাজাবাসীর দুর্দশার কথা তুলে ধরেন৷ এসময় তিনি বলেন, কোন সন্দেহ নেই বেসামরিক নাগরিকরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে৷ এবং যে কোন সময় সেখানকার পরিস্থিতি মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে৷ এ অবস্থায় প্রয়োজন হয়ে পড়েছে এসব সাধারণ মানুষের পাশে আমাদের দাঁড়ানো৷

এদিকে বৃহস্পতিবার গাজায় টানা ২০ দিনের মত সামরিক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলী বাহিনী৷ এদিন ইসরায়েলী ট্যাংকগুলোর শেল আঘাত হানে গাজায় অবস্থিত জাতিসংঘের একটি কার্যালয়ের প্রাঙ্গনে৷ জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন৷ এক বার্তায় তিনি বলেছেন, আবারো জাতিসংঘের প্রাঙ্গনে হামলা চালানো হয়েছে৷ ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রীর কাছে আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছি এবং এ ব্যাপারে ব্যাখ্যা দাবি করেছি৷

এদিকে কেবল জাতিসংঘের কার্যালয়ে হামলা নয় মানবিক সাহায্য নিয়ে আসা একটি জাহাজও আজ ইসরায়েলী হুমকির মুখে পড়েছে৷ বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে গাজাবাসীর জন্য সাহায্য নিয়ে আসা গ্রিসের একটি জাহাজ সাইপ্রাস থেকে যাত্রা করেছিলো৷ কিন্তু ইসরায়েলী যুদ্ধ জাহাজগুলোর হুমকির মুখে আজ তা আবারো সাইপ্রাসের বন্দরে ফিরে গিয়েছে৷ ওই জাহাজে ইউরোপীয় সংসদের সদস্যরা ছাড়াও বিভিন্ন শান্তিকর্মী ছিলেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য