1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গরিব দেশে জার্মানির সহায়তা বাড়তে পারে

১৯ জুন ২০২০

করোনা সংকটে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি৷ কোটি কোটি মানুষ দারিদ্র্যসীমার নীচে নেমে গেছে৷ বেড়েছে রোগশোক ও দুর্ভিক্ষ৷ দরিদ্র দেশের অর্থনৈতিক উন্নয়নে তাই সহায়তা বাড়ানোর চিন্তা করছে জার্মানি৷

https://p.dw.com/p/3e2P4
জার্মান পার্লামেন্ট
ছবি: picture-alliance/Flashpic/J. Krick

গত কয়েকদিন ধরে জার্মানির সংসদে এ নিয়ে আলোচনা ও বিতর্ক চলছে৷ জার্মান সরকার এরইমধ্যে আগামী দুই বছরের জন্য ৩৩৫ কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তা তহবিল অনুমোদন দিয়েছে৷ বুধবার ওই অনুমোদন দেওয়া হয়৷

জার্মান উন্নয়নমন্ত্রী গ্যার্ড ম্যুলার বলেন, ‘‘অর্থনৈতিক বিপর্যয় এবং খাদ্যাভাবের বিরুদ্ধে উন্নয়নশীল দেশগুলোর লড়াইয়ে আমরা সহায়তা করছি৷ জার্মানি বিশ্বের প্রতি নিজেদের দায়িত্ব পালন করছে৷’’

বেশিরভাগ সদস্য উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর প্রতি সরকারের আর্থিক সহায়তা বৃদ্ধির পক্ষে এবং তারা চাইছেন সাহায্য তহবিল আরো বাড়ানো হোক৷ এ বিষয়ে বিভিন্ন দল থেকে সংসদে পাঁচটি প্রস্তাব দেওয়া হয়েছে এবং শুক্রবার মূলত সেগুলো নিয়েই আলোচনা হওয়ার কথা৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দল সিডিইউ-র সংসদ সদস্য গেওর্গ কিপেলস ডয়চে ভেলেকে বলেন, ‘‘করোনা সংকটে ইউরোপে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা সারিয়ে তুলতে সরকার থেকে প্রচুর আর্থিক সহায়তা করা হয়েছে৷ কিন্তু উন্নয়নশীল দেশগুলোর পক্ষে সেটা সম্ভব না৷

‘‘সেসব দেশে অনেক মানুষ বেকার হয়ে পড়ায় তাদের জীবনমান বড় ধরনের ঝুঁকিতে পড়ে গেছে,’’ বলেন গেওর্গ কিপেলস৷

জাতিসংঘের হিসাব অনুযায়ী করোনা সংকটে আফ্রিকার প্রায় তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে৷ অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ এপ্রিলে দেওয়া এক পূর্বাভাসে বলেছিল, করোনা সংকটের কারণে গত ৬০ বছরের মধ্যে প্রথমবার এশিয়ার অর্থনীতিতে কোনো প্রবৃদ্ধি হবে না৷

ডানিয়েল পেৎজ/এসএনএল

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান