গণঅনশন বিএনপি’র
২০ মে ২০১২আজ ১৮ দলীয় জোটের অনশন কর্মসূচিটি এক পর্যায়ে অনশন জনসমাবেশে রূপ নেয়৷ জোটের কারাবন্দী শীর্ষস্থানীয় ৩৩ নেতার মুক্তি, তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করার প্রতিবাদে এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে তারা এই কর্মসূচি পালন করে৷ অনশনে বিএনপির নেতৃত্বাধীন জোটের সিনিয়র নেতারাও অংশ নেন৷
বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া অনশনস্থলে পৌঁছেন দুপুর পৌনে ১২টার দিকে৷ ব্যানার ফেস্টুন আর মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী অনশনস্থলে হাজির হন৷ দিনব্যাপী নেতাদের বক্তৃতার পর সবশেষে বক্তব্য রাখেন খালেদা জিয়া৷ তিনি জোট নেতাদের মুক্তি দাবী করে বলেন, অন্যথায় সরকার পতনের এক দফা দাবীতে আন্দোলন করা হবে৷
একই কর্মসূচি ঢাকার বাইরে প্রতিটি জেলা সদর ও মহানগরেও পালন করেছে বিএনপির নেতৃত্বাধীন জোট৷ গণ-অনশন ছাড়া আরও দুই দিনের কর্মসূচি রয়েছে ১৮ দলীয় জোটের৷ তা হলো, ২৩শে মে কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি ও কৃষকের ন্যায্যমূল্য না পাওয়ার প্রতিবাদে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ এবং সরকারের ব্যর্থতার প্রতিবাদে ২৭শে মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ৷
বিএনপি নেতারা জানান, যে তারা শান্তিপূর্ণ গণ-অনশনের মাধ্যমে সরকারের দমন-নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন৷তাতেও যদি সরকার তাদের দাবী মেনে না নেয় তাহলে কঠোর কর্মসূচীতে যেতে তারা বাধ্য হবেন৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম