1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খেলোয়াড়দের ঘুস কেলেঙ্কারি: দোষী হলে সারা জীবনের জন্য নিষেধাজ্ঞা

৩১ আগস্ট ২০১০

পাকিস্তানের যে খেলোয়াড় কিংবা খেলোয়াড়রা জড়িত রয়েছেন ঘুস কেলেংকারির সঙ্গে, তাদের কি বিচার হবে? এমন এক প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী ইজাজ হোসাইন জাখারনিকে৷

https://p.dw.com/p/P0rp
ছবি: AP

উত্তরে নিজের প্রতিশ্রুতির কথা জানিয়ে বলছেন, দোষী খেলোয়াড়দের সারা জীবনের জন্য ক্রিকেট থেকে বহিষ্কার করা হবে৷

দেশে বিদেশ সর্বত্র পাকিস্তানি খেলোয়াড়দের ঘুস কেলেঙ্কারি এখন সবচাইতে আলোচিত বিষয়৷ আর তাই বিষয়টি এই চরম বন্যার মধ্যেও ভাবিয়ে তুলেছে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে৷ প্রেসিডেন্ট জারদারি আবার ক্রিকেট বোর্ডের চিফ পেট্রন৷ তিনি তাই এ বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি রির্পোট দিতে পিসিবি চেয়ারম্যান ইজাজ বাটকে নির্দেশ দিয়েছেন৷ ইজাজ বাট এখন রয়েছেন লন্ডনে৷ অন্যদিকে, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, ‘‘যা শুনছি, তা শুধু ক্রিকেটের পক্ষে নয়, পাকিস্তানের পক্ষেও লজ্জার৷''

পুলিশী তদন্তের মধ্যেই পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ব্রিটেন অভিযান শেষ হলো৷ ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নো বলের বিনিময়ে ঘুস কেলেঙ্কারি এবং একজন বুকি গ্রেফতার নিয়েই আসলে যত চাঞ্চল্য৷

এদিকে, বাংলাদেশ পাকিস্তানের খেলোয়াড়দের কৃতকর্মের পর বেশ চিন্তিত৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী ক্রিকেট পরিচালনা বিভাগের কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন, যাতে বাজিকরদের অপছায়া বাংলাদেশের খেলোয়াড়দের সীমার মধ্যে না আসতে পারে, সে জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে৷ আর জানা যাচ্ছে, কর্মকর্তারা ইতিমধ্যেই এই প্রশিক্ষণের একটি ছকও কেটেছেন৷ তবে প্রশিক্ষণের সময় সূচি এখনও ঠিক হয়নি বলেই খবর৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন