1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খুলনায় ইবোলা

আরাফাতুল ইসলাম২০ অক্টোবর ২০১৪

প্রাণঘাতী ইবোলা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের সব বিমানবন্দর, স্থলবন্দর এবং সীমান্ত চৌকিতে যাত্রীদের চেক করার নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট৷ এদিকে খুলনায় ইবোলা ছাড়ানোর খবর ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ৷

https://p.dw.com/p/1DYsM
Symbolbild Sierra Leone verhängt wegen Ebola viertägige Ausgangssperre
ছবি: imago/Xinhua

বাংলাদেশের হাইকোর্ট সোমবার এক নির্দেশে ইবোলা প্রতিরোধে প্রয়োজনীয় সকল উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে৷ ‘দ্য ডেইলি স্টার' পত্রিকা টুইটারে এই সংবাদটি প্রকাশ করেছে ‘ব্রেকিং নিউজ' হিসেবে৷

বলাবাহুল্য, টুইটারে গত কয়েকমাস ধরেই আলোচনায় রয়েছে ইবোলা৷ প্রতিদিন লাখ লাখ টুইট পোস্ট করা হচ্ছে ইংরেজিতে #ইবোলা হ্যাশট্যাগ ব্যবহার করে৷

জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ

ইবোলা থেকে নিরাপদ থাকার উপায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে অসংখ্য পোস্ট৷ টুইটারে ফারহান সাদিক বাবু লিখেছেন, সামান্য একটু সচেতনতাই আমাদেরকে ইবোলা থেকে রক্ষা করতে পারে৷

খুলনায় ইবোলা ছড়ানোর গুজব

এদিকে, বাংলাদেশে খুলনায় এক ব্যক্তির দেহে ইবোলা সংক্রমণ হয়েছে বলে ফেসবুক এবং টুইটারে জানিয়েছেন একাধিক ব্যক্তি৷ তবে আমাদের ঢাকা প্রতিনিধি হারুন উর রশীদ স্বপন বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়েছেন৷ তিনি জানিয়েছেন, পুলিশ এই গুজব শোনার পর খোঁজখবর নিয়েছে৷ কিন্তু কোনো সত্যতা খুঁজে পায়নি৷

নাইজেরিয়া ইবোলামুক্ত

বলাবাহুল্য, ইবোলায় ইতোমধ্যে প্রাণ গেছে চার হাজারেরও বেশি মানুষ৷ তাই এই ভাইরাস সম্পর্কে আতঙ্ক থাকাই স্বাভাবিক৷ তবে আশার কথা হচ্ছে, পশ্চিমা আফ্রিকার দেশ নাইজেরিয়াকে সোমবার ইবোলামুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও৷ আর বিজ্ঞানীরাও এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ ফলে আপাতত খুব বেশি আতঙ্কিত না হলেও চলবে৷