খাশগজির সন্দেহভাজন হত্যাকারীদের ওপর নিষেধাজ্ঞা
১৯ নভেম্বর ২০১৮ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সভায় যোগ দিতে গিয়েএক পার্শ্ববৈঠকে এ বিষয়ে কথা বলেন মাস৷ তিনি বলেন, শেনজেন অঞ্চলে এই সন্দেহভাজনদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারির বিষয়ে উদ্যোগ নিয়েছে জার্মানি৷
‘‘খাশগজি হত্যার ব্যাপারে আমাদের কাছে এখনো উত্তরের চেয়ে প্রশ্ন অনেক বেশি,'' মাস বলেন৷
তিনি জানান, এ বিষয়ে ব্রিটেন ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা হয়েছে৷
শেনজেন অঞ্চলে মোট ২৬টি ইউরোপীয় দেশ আছে৷ ইইউ'র প্রায় সবগুলো দেশ ছাড়াও নরওয়ে ও সুইজারল্যান্ডও এই অঞ্চলে৷
গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি দূতাবাসে হত্যা করা হয় খাশগজিকে৷ তাঁর দেহ ছিন্নবিচ্ছিন্ন করে সরিয়ে ফেলা হয়৷
জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন বরাবরই এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে পরিষ্কার ব্যাখ্যা দাবি করেছে৷ রিয়াদ প্রথমে হত্যার বিষয়টিই অস্বীকার করে৷ কিন্তু আন্তর্জাতিক চাপ বাড়তে থাকলে এক সময় ১১ জন এজেন্টকে দোষী সাব্যস্ত করা হয়৷
এই ঘটনায় সৌদি নেতৃত্বের কোনো যোগসাজশ আছে কিনা এমন প্রশ্ন উঠেছে৷ শনিবার যুক্তরাষ্ট্রের পত্রপত্রিকাগুলো তাদের গোয়েন্দা সংস্থা সিআইএ'র বরাত দিয়ে জানায় যে, হত্যাকাণ্ডটি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই হয়েছে৷
জার্মানি এর আগে ঘোষণা দেয় যে, হত্যাকাণ্ডের তথ্য ঠিকমতো প্রকাশ না করা হলে সৌদি আরবে অস্ত্র রপ্তানি বন্ধ রাখা হবে৷
আলেক্সান্ডার পেয়ারসন/জেডএ