1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাশগজির সন্দেহভাজন হত্যাকারীদের ওপর নিষেধাজ্ঞা

১৯ নভেম্বর ২০১৮

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস জানিয়েছেন, সৌদি সাংবাদিক জামাল খাশগজির ১৮ জন সন্দেহভাজন হত্যাকারীর ওপর জার্মানিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে৷ তাদের ওপর ইউরোপেও এ নিষেধাজ্ঞা জারি হতে পারে৷

https://p.dw.com/p/38XnK
Türkei Fall Khashoggi - Trauergebete
ছবি: picture-alliance/dpa/AP/E. Gurel

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সভায় যোগ দিতে গিয়েএক পার্শ্ববৈঠকে এ বিষয়ে কথা বলেন মাস৷ তিনি বলেন, শেনজেন অঞ্চলে এই সন্দেহভাজনদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারির বিষয়ে উদ্যোগ নিয়েছে জার্মানি৷

‘‘খাশগজি হত্যার ব্যাপারে আমাদের কাছে এখনো উত্তরের চেয়ে প্রশ্ন অনেক বেশি,'' মাস বলেন৷

তিনি জানান, এ বিষয়ে ব্রিটেন ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা হয়েছে৷

শেনজেন অঞ্চলে মোট ২৬টি ইউরোপীয় দেশ আছে৷ ইইউ'র প্রায় সবগুলো দেশ ছাড়াও নরওয়ে ও সুইজারল্যান্ডও এই অঞ্চলে৷

গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি দূতাবাসে হত্যা করা হয় খাশগজিকে৷ তাঁর দেহ ছিন্নবিচ্ছিন্ন করে সরিয়ে ফেলা হয়৷

জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন বরাবরই এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে পরিষ্কার ব্যাখ্যা দাবি করেছে৷ রিয়াদ প্রথমে হত্যার বিষয়টিই অস্বীকার করে৷ কিন্তু আন্তর্জাতিক চাপ বাড়তে থাকলে এক সময় ১১ জন এজেন্টকে দোষী সাব্যস্ত করা হয়৷

এই ঘটনায় সৌদি নেতৃত্বের কোনো যোগসাজশ আছে কিনা এমন প্রশ্ন উঠেছে৷ শনিবার যুক্তরাষ্ট্রের পত্রপত্রিকাগুলো তাদের গোয়েন্দা সংস্থা সিআইএ'র বরাত দিয়ে জানায় যে, হত্যাকাণ্ডটি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই হয়েছে৷

জার্মানি এর আগে ঘোষণা দেয় যে, হত্যাকাণ্ডের তথ্য ঠিকমতো প্রকাশ না করা হলে সৌদি আরবে অস্ত্র রপ্তানি বন্ধ রাখা হবে৷

আলেক্সান্ডার পেয়ারসন/জেডএ