1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদত্যাগের আহ্বান

২ জুন ২০১২

বাংলাদেশের দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন৷

https://p.dw.com/p/156vj
ছবি: Reuters

আর বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকার শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিরোধী দলের সঙ্গে আপোষে বাধ্য হবে৷

একদিন আগে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র মন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ৷ আর তার জবাব দিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত৷ তিনি বলেছেন, শুধু সরকারের ব্যর্থতা থাকে বিরোধী দলের থাকে না এই ধারণা ঠিক নয়৷ বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন৷ তিনি সংসদকে অকার্যকর করার চেষ্টা করছেন৷ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ায় বাধা সৃষ্টি করছেন৷ ব্যারিস্টার মওদুদও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন না৷ তাদের উচিত পদত্যাগ করা৷

Bangladesch Dhaka Verkehrsminister Suranjit Sengupta tritt zurück
সুরঞ্জিত সেন গুপ্তছবি: DW

তিনি গণতন্ত্র এবং সংবাদ মাধ্যমকে পরস্পরের পরিপূরক উল্লেখ করে বলেন, সবাইকে দায়িত্বশীল হতে হবে৷ নয়তো কোন কিছুই বিকশিত হবে না৷ দায়িত্বশীল হতে হবে সংবাদ মাধ্যমকেও৷

অন্যদিকে, ঢাকায় এক আলোচনা সভায় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, তারা তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোন প্রস্তাব দেবে না৷ তা সরকারকেই করতে হবে৷ আর সংবিধানে অন্তর্বর্তী সরকার বলতে কোন শব্দ নেই৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী এখন যতই না না বলুন না কেন শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক ইস্যুতে সরকার বিরোধী দলের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য