খাদ্য নিরাপত্তার জন্য নতুন হুমকি ইউক্রেন যুদ্ধ: জাতিসংঘ
১২ মার্চ ২০২২‘‘মহামারির আগেও আমরা ভালো করছিলাম না, ক্ষুধা ধীরে ধীরে বাড়ছিল৷ এরপর মহামারি এলো,’’ বার্তা সংস্থা এপিকে ঢাকায় বলেন জাতিসংঘের ‘কমিটি অন ওয়ার্ল্ড ফুড সিকিউরিটির' প্রধান গ্যাব্রিয়েল ফেরারো দে লোমা-ওসরিও৷ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৬তম কনফারেন্স উপলক্ষ্যে ঢাকা সফর করেন তিনি৷
লোমা-ওসরিও জানান, মহামারির আগে যত মানুষ ক্ষুধায় ভুগতো সেই সংখ্যাটা এখন ১৬ কোটির বেশি বেড়েছে৷ ফলে বর্তমানে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ৮২ কোটির বেশি৷
ইউক্রেনে রাশিয়ার হামলা বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ ও দামের উপর বড় প্রভাব ফেলেছে বলেও জানান তিনি৷ তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশগুলোকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন জাতিসংঘের কর্মকর্তা লোমা-ওসরিও৷ যেমন বাংলাদেশের মোট গম আমদানির প্রায় অর্ধেক আসে ইউক্রেন ও রাশিয়া থেকে৷
বিশ্বব্যাপী গম সরবরাহে এখনও বাধা না আসলেও যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহ আগের তুলনায় দাম প্রায় ৫৫ শতাংশ বেড়ে গেছে৷
বিশ্বের মোট গম ও যব রপ্তানির এক-তৃতীয়াংশ করে রাশিয়া ও ইউক্রেন৷ এছাড়া ইউক্রেন ভুট্টার অন্যতম সরবরাহকারী এবং সূর্যমুখী তেলের শীর্ষ রপ্তানিকারক৷
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হাসিনার তিন প্রস্তাব
যে সম্মেলন উপলক্ষ্যে জাতিসংঘের কর্মকর্তা লোমা-ওসরিও ঢাকা সফরে গিয়েছিলেন বৃহস্পতিবার সেটির উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ উদ্বোধনী ভাষণে তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি প্রস্তাব তুলে ধরেন৷
প্রথম প্রস্তাবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুপারিশ করেন প্রধানমন্ত্রী৷
দ্বিতীয় প্রস্তাবে শেখ হাসিনা এ অঞ্চলের এফএও সদস্য দেশগুলোর মধ্যে কৃষি ক্ষেত্রে বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি এবং রোবটিক্সের মতো আধুনিক প্রযুক্তি হস্তান্তর ও জ্ঞান বিনিময় বাড়ানোর কথা বলেন৷
তৃতীয় প্রস্তাবে তিনি বলেন, আধুনিক কৃষিতে বিপুল বিনিয়োগ প্রয়োজন, তাই কৃষিতে অর্থায়ন ও সহায়তার জন্য বিশেষ তহবিল তৈরি করা যেতে পারে৷
জেডএইচ/এসিবি (এপি, বিডিনিউজ)