1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষা

৩ সেপ্টেম্বর ২০১৭

রবিবার হাইড্রোজেন বোমার সফল পরীক্ষার দাবি করেছে উত্তর কোরিয়া৷ বিশ্লেষকরা যেটাকে বলছেন, গত বছরের চেয়ে প্রায় ৯ গুণ শক্তিশালী৷ এই বোমার পরীক্ষার ফলে আবারো কোরীয় উপদ্বীপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷

https://p.dw.com/p/2jHFQ
Nordkorea Kim Jong Un bei Besuch einer Fabrik für Nuklearwaffen
ছবি: Reuters/KCNA

এই হাইড্রোজেন বোমাটি দূর পাল্লার ক্ষেপণাস্ত্রে জুড়ে দেওয়া যাবে৷ রবিবার উত্তরপূর্ব কিজু এলাকায় ভূকম্পন অনুভূত হওয়ার কয়েক ঘণ্টা পর উত্তর কোরিয়ার পক্ষ থেকে ষষ্ঠ এ পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর কথা জানানো হয়৷
শক্তিশালী বোমা

গত বছরের সেপ্টেম্বরে চালানো পঞ্চম পারমাণবিক পরীক্ষা থেকে এবারেরটি ৯ দশমিক ৮ গুণ বেশি শক্তিশালী বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ৷ পিয়ংইয়ং বলছে, তাদের পরীক্ষা চালানো হাইড্রোজেন বোমাটি আনবিক বোমার চেয়েও কয়েকগুণ বেশি শক্তিশালী৷

পিয়ংইয়ং-এর রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, দেশটির নেতা কিম জং উন পারমাণবিক অস্ত্র ইন্সটিটিউটে এ সব অস্ত্র পরিদর্শনে গিয়েছিলেন৷ সেখানে তিনি জানিয়েছেন বোমা তৈরির সব উপকরণের পুরোটাই তাঁর দেশে তৈরি৷

এবারেরটি ৯ দশমিক ৮ গুণ বেশি শক্তিশালী
এবারেরটি ৯ দশমিক ৮ গুণ বেশি শক্তিশালী


পারমাণবিক সক্ষমতা বাড়ছে উত্তর কোরিয়ার

বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার দাবি নিয়ে সন্দেহ থাকলেও দেশটির পারমাণবিক সক্ষমতা যে বাড়ছে, তাতে কোনো সন্দেহ নেই৷ রবিবার সকালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ ‘আরও উন্নত প্রযুক্তির হাইড্রোজেন বোমা' তৈরির দাবি করার ঘণ্টাখানেকের মধ্যে পানগেয়ি-রি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের কাছেই ৬ দশমিক ৩ মাত্রার ভূ-কম্পনের খবর দেয় দক্ষিণ কোরিয়া ও জাপান৷


চীনের আর্থকোয়েক অ্যাডমিনিস্ট্রেশনও উত্তর কোরিয়ার ভূমিকম্প ‘বিস্ফোরণের কারণে' সৃষ্ট হয়েছে বলে ধারণা করছে৷ প্রথম কম্পনের পর ৪ দশমিক ৬ মাত্রার 'আফটার শক' অনুভূত হয়৷ প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ভূ-জরিপ অধিদপ্তর ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৬ মাত্রার বললেও পরে সেটি বাড়িয়ে ৬ দশমিক ৩ মাত্রার করা হয়৷ কম্পনের শক্তির কারণে একে উত্তর কোরিয়ার চালানো সবচেয়ে বড় পরীক্ষা বলেও ধারণা করা হচ্ছে৷
প্রতিক্রিয়া

কম্পনের পরপরই জরুরি বৈঠকে বসে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা কাউন্সিল৷ দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার কেন্দ্রস্থল ও আশেপাশে আজ কৃত্রিম ভূমিকম্প হয়েছে, যা দেশটির ষষ্ঠতম পরমাণু পরীক্ষা বলে ধারণা করা হচ্ছে৷
জাপানের প্রধানমন্ত্রী এই পরীক্ষার নিন্দা জানিয়ে বলেছেন, পিয়ংইয়ং-এর এই আচরণ ‘পুরোপুরি অগ্রহণযোগ্য'৷ দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘‘আবহাওয়া সংস্থার দেওয়া তথ্যসহ নানা তথ্য–উপাত্ত পরীক্ষা–নিরীক্ষা করার পর সরকার নিশ্চিত করছে যে উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা চালিয়েছে৷''
জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যেই গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া৷ এরপরও তারা ধারাবাহিকভাবে বিভিন্ন মাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে৷ গত সপ্তাহে তাদের ছোড়া হোয়াসং-১২ ক্ষেপণাস্ত্র জাপানের উপর দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে৷
এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য