ক্ষমা চাইলেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী
৩০ মে ২০১৮জার্মান অভিবাসন ও শরণার্থী দপ্তরের দুর্নীতি প্রকাশ্যে এসেছে৷ এ ব্যাপারে মঙ্গলবার সংসদীয় কমিটিতে ৫ ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক হয়৷ সেখানে সেহোফার সরকারের পক্ষ থেকে এই দুর্নীতির জন্য ক্ষমা চেয়েছেন৷ তিনি কমিটিকে বলেন, জার্মানিতে আশ্রয় প্রার্থনার আবেদনের প্রক্রিয়ায় তিনি সংস্কার চান৷ তিনি এর আগে বলেছিলেন, আবেদন করার পর যত দিন এই প্রক্রিয়া চলে, তত দিন আশ্রয়প্রার্থীদের জার্মানির বিভিন্ন শিবিরে থাকার সুযোগ দেওয়া হোক৷ তদন্তকারীরা বলছেন, জার্মানিতে বাসের আর্জিতে অনুমোদন পাওয়ার জন্য বিপুল টাকা উৎকোচ নেওয়া হয়েছে, যার সঙ্গে জড়িয়েছে জার্মান সরকারের নাম৷
নয়া তদন্ত
ব্রেমেনের অভিবাসন ও শরণার্থী দপ্তরেই মূলত দুর্নীতি হয়েছে৷ জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার ঘোষণা করেছে, ব্রেমেনের দপ্তরের ১৮ হাজার আবেদন ফের খতিয়ে দেখা হবে৷ এখান থেকে অবৈধভাবে হাজার খানেক আবেদনে অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ মন্ত্রী ঘোষিত তদন্তের কাজে নিযুক্ত থাকবেন ৭০ জন৷ দপ্তরের একাংশের আধিকারিকদের যেহেতু তদন্তের কাজে লাগানো হবে, তাই আশ্রয়প্রার্থীদের আবেদনের পাহাড় জমবে৷ বহু আবেদন সময় মতো নিষ্পত্তি করার মতো পর্যাপ্ত কর্মী পাওয়া যাবে না৷ দপ্তরের অধিকর্তা জুট্টা কর্ড্ট জানান, এ ধরনের আবেদনের সংখ্যা ৮০ হাজার পর্যন্ত যেতে পারে৷ এখন এই সংখ্যা ৫০ হাজার৷ সংসদীয় কমিটিকে জুট্টা বলেছেন, তদন্ত হবে স্বচ্ছ৷ সবদিকই খতিয়ে দেখা হবে৷
তদন্তের মুখে ক্ষোভ জানিয়েছেন দপ্তরের নিম্নপদস্থ কর্মীরা৷ জার্মান সংবাদপত্রে অভিবাসন ও শরণার্থী দপ্তরের কর্মী পরিষদের একটি খোলা চিঠি প্রকাশিত হয়েছে৷ পরিষদের বক্তব্য, দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য চাপ সৃষ্টি করেন৷ পরিষদের চেয়ারম্যান রুডলফ চেইনোস্ট ও ডেপুটি চেয়ারম্যান পল মুলার খোলা চিঠিতে লিখেছেন, নীচুতলার কর্মীরা নন, তদন্ত হওয়া উচিত উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে৷
শরণার্থী সঙ্কট
২০১৫ সাল থেকে জার্মানিতে অভিবাসন বিতর্কের কেন্দ্রে৷ সেই বছর চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল শরণার্থীদের জন্য জার্মানির দরজা খুলে দেন৷ সিরিয়াসহ বিভিন্ন দেশ থেকে যেসব মানুষ নিজেদের ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়েছে, তাদের জন্যই এই নীতি নেন ম্যার্কেল৷
কিন্তু, ম্যার্কেলের এই নীতির বিরোধিতা হয়েছে৷ সেহোফার নিজেই এই নীতির সমালোচনা করেছেন৷ তিনি বলেছিলেন, জার্মানি ও ইউরোপে অভিবাসন প্রক্রিয়াকে আরও দক্ষতার সঙ্গে সামলাতে হবে৷ ২০১৫ সালের পর থেকে শরণার্থী সঙ্কট ক্রমশ বাড়তে থাকায় ৯ লক্ষ আশ্রয়প্রার্থী বেআইনিভাবে জার্মানিতে প্রবেশ করেছে৷
পিএস/এসিবি