1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষমতায় এসে ট্রাম্পের যে সিদ্ধান্ত বদলাবেন বাইডেন

১৯ জানুয়ারি ২০২১

ক্ষমতায় এসে পর্যটকদের অ্যামেরিকায় ঢোকা নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত বদল করবেন বাইডেন।

https://p.dw.com/p/3o6fz
ইউরোপ ও ব্রাজিল থেকে অ্য়ামেরিকায় প্রবেশের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প-বাইডেন মতবিরোধ। ছবি: Shawn Thew/EPA/picture alliance

করোনার কারণে ব্রাজিল, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি থেকে এখন অ্যামেরিকায় যাওয়া যায় না। তবে ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, আগামী ২৬ জানুয়ারির পর এই নিষেধাজ্ঞা উঠে যাবে।

বুধবারই প্রেসিডেন্ট হিসাবে শপথ নিচ্ছেন জো বাইডেন। তার একদিন আগে বাইডেনের মুখপাত্র জেন পাসকি জানিয়েছেন, নতুন প্রশাসন ট্রাম্পের সিদ্ধান্ত বদল করবে। আগের মতোই ওই দেশগুলি থেকে অ্যামেরিকায় ঢোকা নিয়ে নিষেধাজ্ঞা বহাল থাকবে। নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো ইচ্ছে তাঁদের নেই।  তিনি জানিয়েছেন, করোনা ঠেকাতে আন্তর্জাতিক ক্ষেত্রে যাতায়াতের উপর আরো কড়া স্বাস্থ্যবিধি চালু করার কথা ভাবা হচ্ছে।

গত সপ্তাহে সেন্টার ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান একটি নির্দেশ দেন। সেখানে বলা হয়েছে, করোনা-নেগেটিভ সার্টিফিকেট দেখাতে পারলেই ২৬ জানুয়ারি থেকে অ্যামেরিকায় ঢোকা যাবে। এই নির্দেশই বদলাতে চলেছে বাইডেনের প্রশাসন।

করোনা নিয়ে প্রথম থেকেই ট্রাম্পের সঙ্গে বাইডেনের মতবিরোধ সামনে এসেছে। প্রথমদিকে ট্রাম্প করোনাকে হালকাভাবে নিয়েছিলেন। তিনি মাস্ক পরারই বিরোধী ছিলেন। কোনো কড়াকড়িও করেননি। বাইডেন বারবার এ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি মনে করেন, ট্রাম্পের ভুল নীতির জন্যই অ্যামেরিকায় করোনার এতখানি তাণ্ডব দেখা যাচ্ছে।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই বাইডেন করোনা নিয়ে নীতি তৈরির জন্য টাস্ক ফোর্স গঠন করেছেন। প্রেসিডেন্ট হয়েই সেই টাস্ক ফোর্সের সুপারিশ তিনি রূপায়ণ করতে চান। বাইডেনের প্রাথমিক কাজ হলো, করোনা ঠেকানো এবং অ্যামেরিকার অর্থনীতিকে চাঙ্গা করা। ফলে ট্রাম্পের আমলের অনেক সিদ্ধান্তই বদল করতে পারেন তিনি।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স)