1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি’র বাজেট

৬ জুন ২০১২

বাংলাদেশের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক বিবেচনায় আগামী বাজেট তৈরি করছে৷

https://p.dw.com/p/158Lb
ছবি: Reuters

আগামী ৭ই জুন জাতীয় সংসদে ২০১২-২০১৩ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷ তার আগেই মঙ্গলবার বিকেলে ঢাকায় বিকল্প বাজেট প্রস্তাবনা তুলে ধরেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া৷ তবে তিনি ‘ছায়া বাজেট' না দিয়ে সংবাদ মাধ্যমে বাজেট সম্পর্কে যেসব আগাম তথ্য আসছে, সেই সব তথ্যের ভিত্তিতে আসন্ন বাজেটের সমালোচনা করেন৷ তিনি বলেন, আগামী বাজেটে জনগণের মৌলিক সমস্যাকে পাশ কাটিয়ে সরকার নির্বাচনের জন্য দলীয় স্বার্থে বাজেট করতে যাচ্ছে৷

তিনি বলেন, প্রয়োজনের তুলনায় আসছে বাজেট বড় না হলেও এই বাজেট বাস্তবায়ন করতে পারবেনা সরকার৷ কারণ সরকারের সেই সক্ষমতা নেই৷ পাওয়া যাবেনা প্রয়োজনীয় অর্থ৷ তিনি আসছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার বিরোধিতা করেন৷ তাঁর মতে, সরকার নতুন যে ৯টি ব্যাংকের অনুমোদন দিয়েছে, সেইসব ব্যাংকের অর্থায়ন হবে এই কালো টাকায়৷

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে গ্রামীণ ব্যাংক রক্ষায় উদ্যোগ নেবে৷ খালেদা জিয়া বিদ্যুৎ, শিক্ষা, দারিদ্র্য বিমোচনসহ সামাজিক নিরাপত্তা খাতে বেশি অর্থ বরাদ্দের দাবি জানান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য