ক্লিন্টনের প্রার্থিতা ও ‘বাংলাদেশের মতো' হওয়ার আশা
১৩ এপ্রিল ২০১৫বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মার্কিন কংগ্রেসের সদস্য ক্যারলিন মেলনি বলেন, ‘‘নারী ক্ষমতায়নের যে উদাহরণ বাংলাদেশ সৃষ্টি করেছে তা আমরাও করতে চাই৷'' হিলারি ক্লিন্টনকে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচন করে বাংলাদেশে নারী নেতৃত্বের যে নজির স্থাপিত হয়েছে সে পথে হেঁটে নতুন ইতিহাস গড়ার আশা প্রকাশ করেন মার্কিন কংগ্রেসের জয়েন্ট ইকোনোমিক কমিটির সদস্য এবং কংগ্রেসে বাংলাদেশ ককাসের সদস্য মেলনি৷
রবিবার হিলারি ক্লিন্টনের প্রার্থিতা ঘোষণার আগে শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্যাটারি পার্কে সমবেত হয়েছিলেন তাঁর সমর্থকরা৷ সেখানেই বিডিনিউজের সঙ্গে কথা বলেন মেলনি৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং জাতীয় সংসদের স্পিকারই শুধু নন, বড় একটি রাজনৈতিক দলের নেতাও মহিলা৷ নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খ্যাতি আজ বিশ্বজুড়ে৷''
খবরটি টুইটারে শেয়ার করেছেন এসএম জালাল৷
তবে হিলারি ক্লিন্টন প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মতোই দুর্নীতিপরায়ন ও একজন নারীর দ্বারা অব্যবস্থাপনাপূর্ণ একটি দেশে পরিণত হবে, বলে মনে করেন একজন টুইটার ব্যবহারকারী৷
প্রার্থিতা ঘোষণার সময় ক্লিন্টন বলেন, ‘‘অ্যামেরিকানদের একজন চ্যাম্পিয়ন দরকার৷ আমি সেটা হতে চাই৷''
এই ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ক্লিন্টনের পক্ষে, বিপক্ষে বিভিন্ন মন্তব্য প্রকাশিত হচ্ছে৷ কেউ কেউ ক্লিন্টনকে কেনো সমর্থন জানানো দরকার তার কারণ উল্লেখ করছেন৷ এক্ষেত্রে তাঁরা টুইটারে #Hillary2016, #Clinton2016 হ্যাশট্যাগগুলো ব্যবহার করছেন৷
তবে ক্লিন্টনকে যাঁরা সমর্থন করছেন না তারা টুইটারে #WhyImNotVotingForHillary হ্যাশট্যাগ ব্যবহার করে মন্তব্য করছেন৷ যেমন ড. জিন লিঙ্গারফেল্ট৷
ক্লিন্টনের নির্বাচনি প্রচারণার লোগো, তাঁর বক্তৃতা এসব নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা, সমালোচনা চলছে৷
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন