ক্লাসরুমে আর মাস্ক পরতে হবে না
৩১ আগস্ট ২০২০করোনা মাহামারির বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন রাজ্য ও ফেডারেল সরকারের মধ্যে এক টেলিফোন কনফারেন্সে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মাস্ক না পরার সিদ্ধান্ত নেওয়া হয়৷ তবে গ্রীষ্মকালীন ছুটির পর করোনা সংক্রমণ রোধে বিভিন্ন স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিলো৷ আগামীতেও ক্লাসের বাইরে, টিফিন, করিডোর, স্কুলের মাঠ বা অন্যান্য সব জায়গায়ই মাস্ক পরা আগের মতোই বাধ্যতামূলক থাকবে৷ শুধুমাত্র ক্লাসের ভেতরে এ সপ্তাহ থেকে শিক্ষার্থীরা মাস্ক খুলে রাখার অনুমতি পেলো৷
রাজ্যের সবুজ দলের পক্ষ থেকে চেয়ারম্যান মোনা নয়বাওয়ার এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, যদি এখন শ্রেণিকক্ষে মাস্কের প্রয়োজনীয়তা তুলে দেওয়া হয় তাহলে স্কুল পরিচলনার চ্যালেঞ্জগুলো সহজে সমাধান হয়ে যাবে, তা কিন্তু নয়৷ তিনি জানান, স্কুলের বদ্ধ ক্লাসরুমগুলোতে শিশু কিশোররা সব সময় দূরত্ব বজার রেখে সিটে বসেনা৷ আর সেটাই মোনা নয়বাওয়ারের উদ্বেগের বড় কারণ৷
রাজ্যের শ্রমিক ইউনিয়নের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক চেয়ারম্যান মাইকে ফিনার্নও এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন৷
গ্রীষ্মের ছুটির পর ১২ আগস্ট থেকে নর্থরাইন ওয়েস্টফালিয়া রাজ্যে স্কুল শুরু হয়েছে এবং তখন থেকে রাজ্যের প্রায় ২০ লাখ শিক্ষার্থীর জন্য ৩১ আগস্ট পর্যন্ত পুরো স্কুল এলাকা এবং ক্লাসের ভেতরে মাস্ক পরা পরা বাধ্যতামূলক করা হয়েছিলো৷
অন্যদিকে ইউরোপে অল্প বয়সীদের মধ্যে করোনা সংক্রমণ বাড়ছে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ কারণ করোনার বিস্তার রোধে শুধু মাস্ক পরা যথেষ্ট নয়, সামাজিক দূরত্ব ও অন্যান্য স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা বলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিযোগ৷
এনএস/কেএম ( ডিপিএ)