ক্রোয়েশিয়ায় নার্সিংহোমে গুলি, নিহত অনেক
২৩ জুলাই ২০২৪পুলিশ ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে। ক্রোয়েশিয়ার দারুভার শহরে একটি নার্সিংহোমে হামলা চালায় ওই ব্য়ক্তি।
পুলিশ জানিয়েছে, ওই বন্দুকধারীর মা ভর্তি ছিলেন নার্সিংহোমটিতে। বন্দুক নিয়ে নার্সিংহোমে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে ওই ব্য়ক্তি। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্য়ু হয়। তার মধ্য়ে তার মা-ও আছেন। মৃত্য়ু হয়েছে মাকে দেখভালের দায়িত্বে থাকা নার্সেরও। আশঙ্কাজনক অবস্থায় সাতজন আহতকে অন্য় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্য়ু হয়েছে।
ঘটনাস্থলে ছিলেন আরেক নার্স। তিনি একটি খাটের তলায় লুকিয়ে ছিলেন। পুলিশকে তিনি জানান, এলোপাথারি গুলি চালানোর পর ওই ব্য়ক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ অবশ্য কিছুক্ষণের মধ্যে কাছেই একটি ক্যাফে থেকে তাকে গ্রেপ্তার করে।
ক্রোয়েশিয়ার গণমাধ্য়মের রিপোর্ট অনুযায়ী, ১৯৭৩ সালে জন্ম ওই ব্য়ক্তির। এর আগে তিনি পুলিশে কাজ করতেন। ক্রোয়েশিয়ার স্বাধীনতার লড়াইয়ে অংশ নিয়েছিলেন তিনি। ১৯৯৫ সালে য়ুগোস্লাভিয়া থেকে আলাদা হয় ক্রোয়েশিয়া। তবে ওই ব্য়ক্তির পারিবারিক সহিংসতার প্রবণতা ছিল। এর আগেও এবিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুলিশ অবশ্য আনুষ্ঠানিকভাবে ওই ব্য়ক্তিকে নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য দেয়নি।
তবে এদিনের ঘটনায় স্তম্ভিত ক্রোয়েশিয়া। প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী সকলেই টুইট করেছেন। সকলেই জানিয়েছেন, ঘটনায় তারা স্তম্ভিত।
এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)