৮ বছরের জন্য নিষিদ্ধ আশরাফুল
১৯ জুন ২০১৪নিষেধাজ্ঞার পাশাপাশি আশরাফুলকে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে৷ বিচারপতি খাদেমুল ইসলামের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার শাস্তি ঘোষণা করে৷ অবশ্য আশরাফুল ছাড়াও আরো তিনজনকে শাস্তি দিয়েছে ট্রাইব্যুনাল৷ তাঁরা হলের ঢাকা গ্লাডিয়েটরস-এর ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী, নিউজিল্যান্ডের ক্রিকেটার লু ভিনসেন্ট ও শ্রীলঙ্কার ক্রিকেটার কৌশল্যা লোকুয়ারাচ্চি৷ এঁদের মধ্যে শিহাব চৌধুরীকে ১০ বছরের নিষেধাজ্ঞা এবং ২০ লাখ টাকা জরিমানা আর লু ভিনসেন্টকে ৩ বছর ও কৌশল্যা লোকুয়ারাচ্চিকে ১৮ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে৷
এর আগে চলতি বছরের ২৬শে ফেব্রুয়ারি সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিল ট্রাইব্যুনাল৷ সংক্ষিপ্ত রায়ে অভিযোগ ওঠা নয়জনের মধ্যে ছয়জনকে নির্দোষ ঘোষণা করা হয় তখন৷ ঐ সময় বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, শ্রীলঙ্কান ক্রিকেটার কৌশল্যা এবং ঢাকা গ্লাডিয়েটরসের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীকে দোষী সাব্যস্ত করা হয়৷ আর নয়জনের মধ্যে না থাকলেও তদন্তে দোষী সাব্যস্ত হন নিউজিল্যান্ডের ক্রিকেটার লু ভিনসেন্ট৷ আশরাফুলকে বিসিবির আইনের ২.১.১ ধারা ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে৷ শিহাব চৌধুরীর বিরুদ্ধেও একই ধারা ভঙ্গের অভিযোগ৷ গত ৮ই জুন বিপিএল-এ ম্যাচ পাতানোর তদন্তের বিস্তারিত রায় দেয় ট্রাইব্যুনাল৷ আর এবার শাস্তি ঘোষণা করা হলো৷
চলতি বছরের ১৯শে জানুয়ারি থেকে বিপিএল-এর দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্তদের দ্বিতীয় দফায় শুনানি শুরু হয়৷ বিচারপতি খাদেমুল ইসলামের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ বিচারিক কার্যক্রমে অংশ নেয়৷ অভিযুক্তদের মধ্যে মোহাম্মদ আশরাফুলই একমাত্র ম্যাচ পাতানোর স্বীকারোক্তি দিয়েছিলেন৷
ট্রাইব্যুনালের ঘোষিত শাস্তির বিরুদ্ধে ২১ দিনের মধ্যে বিসিবি-র দশ সদস্যের ডিসিপ্লিনারি কমিটিতে আপিল করতে পারবেন বাদি-বিবাদি উভয় পক্ষ৷
রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আইন বিভাগের প্রধান ইয়ান হিগিন্স, প্রধান আইন কর্মকর্তা শেলি ক্লার্কসহ আইসিসি-র অন্যান্য কর্মকর্তারা৷ রায় ঘেষণা করে বিচারপতি খাদেমুল ইসলাম জানান, ‘‘অনেক আলোচনা এবং সমালোচনা করে আইসিসি ও বিসিবি-র কোড অনুযায়ী রায় দেয়া হয়েছে, যদিও দুটিরই কোড প্রায় একই রকম৷''
এদিকে শাস্তি ঘোষণার পর বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাকিবুল হাসান ডয়চে ভেলেকে বলেন, ‘‘এই শাস্তি বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক৷ এর ফলে ভবিষ্যতে কেউ আর ম্যাচ ফিক্সিং বা পাতানো খেলার সাহস পাবেন না৷ এতে বাংলাদেশের ক্রিকেটে পেশাদারিত্ব আরো বাড়বে৷''
তিনি বলেন, ‘‘শুরুতেই এই ঘটনা ধরা পড়া এবং শাস্তি হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল৷'' রাকিবুল হাসানের কথায়, ‘‘বিশ্বের অনেক দেশের ক্রিকেট খেরোয়াড়রাই এই ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত৷ বিপিএল-এ শুধু আশরাফুল নয়, দু'জন বিদেশি ক্রিকেটারসহ মোট তিনজন শাস্তি পেয়েছেন৷ অনেক দেশ ঘটনা ধামা চাপা দেয়৷ কিন্তু বাংলাদেশ স্বচ্ছতার সঙ্গে বিচার করে শাস্তি দিয়েছে৷'' তিনিও মনে করেন,‘‘এতে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে৷''
সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়া আশরাফুলের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ার পর, গত এক বছর ধরে সাময়িকভাবে নিষিদ্ধ ছিলেন তিনি৷ তাঁর শাস্তির মেয়াদে ঐ এক বছরও ধরা হবে৷ ফলে আরও সাত বছর ক্রিকেট থেকে নির্বাসিত থাকতে হবে বাংলাদেশ ক্রিকট দলের সাবেক এই অধিনায়ককে৷