ক্রিকেট: অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি দুই বছরে টেস্ট ক্রিকেটে ৬টি ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন৷ ছবিঘরে থাকছে সেইসব ক্রিকেটারদের কথা, যাঁরা অধিনায়ক থাকাকালীন সবচেয়ে বেশি দ্বি-শতক হাঁকিয়েছেন৷
বিরাট কোহলি
অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ৬টি ডাবল সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছেন ভারতের বিরাট কোহলি৷ অবিশ্বাস্য ধারাবাহিকতায় ৪৯৯ দিনের মধ্যেই এ ডানহাতি করলেন ৬টি ডাবল সেঞ্চুরি৷ এজন্য তাঁকে খেলতে হয়েছে ৩২টি ম্যাচ এবং ৫০ ইনিংস৷ এর আগে স্যার ডন ব্র্যাডম্যানের প্রথম থেকে ষষ্ঠ ডাবল সেঞ্চুরিতে সময় লেগেছিল ৫৮১ দিন৷ ব্র্যাডম্যান সেই ডাবল সেঞ্চুরির সবগুলো অবশ্য অধিনায়ক থাকা অবস্থায় করেননি৷
ব্রায়ান লারা
কোহলির আগে টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার দখলে৷ অধিনায়ক থাকা কালে পাঁচটি ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি৷ তখন তাঁকে খেলতে হয়েছিল ৪৭টি ম্যাচ, ৮৫টি ইনিংস৷
ডন ব্র্যাডম্যান
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যান অধিনায়ক থাকাকালীন ৪টি ডাবল সেঞ্চুরি করেছিলেন৷ এজন্য তাঁকে ২৪টি টেস্টের ৩৮টি ইনিংসে ব্যাট করতে হয়েছিল৷
গ্রায়েম স্মিথ
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথও অধিনায়ক থাকা কালে ৪টি ডাবল সেঞ্চুরি করেছেন৷ এজন্য তাঁকে ১০৯ টা ম্যাচ, ১৯৩টি ইনিংস খেলতে হয়েছে৷
মাইকেল ক্লার্ক
ব্র্যাডম্যান এবং গ্রায়েম স্মিথের মতো অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্কও অধিনায়কের দায়িত্বে থাকার সময় ৪টি ডাবল সেঞ্চুরি করেছেন৷ ওই ৪ ডাবল সেঞ্চুরি পেতে তাঁকে খেলতে হয়েছিল ৪৭টি ম্যাচের ৮৬টি ইনিংস৷