1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেটে ঘুস কেলেঙ্কারি : মোশাররফের সমবেদনা

১৫ সেপ্টেম্বর ২০১০

পাকিস্তান ক্রিকেটে ঘুস কেলেঙ্কারির ঘটনার সঙ্গে জড়িত ১৮ বছর বয়সের আমিরের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ৷ দরিদ্র পরিবার থেকে আসার কারণেই মোহাম্মদ আমিরের জন্য তাঁর এই করুণা৷

https://p.dw.com/p/PCgm
১৮ বছর বয়সের তরুণ খেলোয়াড় আমিরছবি: AP

ঐ কেলেঙ্কারির কারণে ক্যাপ্টেন সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে বরখাস্ত করা হয়৷ তবে মোশাররফ এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করার পাশাপাশি বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবার শাস্তি হওয়া উচিত৷

যদিও তিনি বলেন, অভিযুক্ত এই তিনজনের মধ্যে আমিরের বয়স সবচেয়ে কম৷ তাই তাঁর ব্যাপারটি সহানুভূতি সহকারে দেখা উচিত৷ কেননা, তাঁর পরিবারের আয়ও খুব কম৷ তিনি বলেন, আমিরকে ধ্বংস করলে, তাঁর পরিবারকেই ধ্বংস করা হবে৷ মোশাররফ বার্ষিক বিনিয়োগ ফোরামে বক্তব্য দেয়ার পরে হংকং-এ সাংবাদিকদের বলেন, এটি খুবই একটি দুঃখজনক ঘটনা৷

Parkistan Politik Musharraf
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ (ফাইল ছবি)ছবি: picture-alliance/ dpa

২০১৩ সালের পাকিস্তানে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ যাতে মোশাররফ পার্লামেন্ট নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা করছেন৷ পাকিস্তানের সাবেক এই নেতা আমিরকে ‘গ্রেট ক্রিকেটার' বলে অভিহিত করেন৷ একই সঙ্গে তিনি বলেন, ‘‘আমরা অবশ্যই ক্রিকেটের ক্ষতি হতে দেব না৷'' মোশাররফ বলেন, আমির দলের বয়জ্যোষ্ঠ খেলোয়ারদের মাধ্যমে প্রভাবিত হয়েই এই পথে এসেছেন৷

ঘুস কেলেঙ্কারি ঘটনায় ২ সেপ্টেম্বর তিনজন খেলোয়াড়কে প্রাথমিকভাবে বরখাস্ত করে আইসিসি৷ আর এটি করা হয় দূর্নীতি দমন ধারার অধিনে৷ ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস-এ অনুষ্ঠিত চতুর্থ টেস্টের সময় গত মাসে এই ঘুস কেলেঙ্কারির ঘটনা ঘটে৷ ৩ সেপ্টেম্বর খেলোয়াড়দের জিজ্ঞাসাবাদের আগে ব্রিটিশ পুলিশ পাকিস্তান দলের হোটেলে অভিযান চালায় ২৮-এ আগস্ট৷

এদিকে পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঘুস কেলেঙ্কারির আরেকটি ঘটনার জন্যে সালমান বাট এবং অন্য আরেকজন খেলোয়াড় কামরান আকমলকে নোটিশ পাঠিয়েছে আইসিসি৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সমপাদনা: দেবারতি গুহ