1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যাসিনোকাণ্ডে দুই ভাই এনু ও রূপন গ্রেপ্তার

১৩ জানুয়ারি ২০২০

গেণ্ডারিয়া আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তার ভাই রূপন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে সিআইডি৷ অবৈধ ক্যাসিনো কারবারে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করেছে দুদক৷

https://p.dw.com/p/3W7C2
Bangladesh  Kriminalpolizei von Bangladesch verhaftete Enamul Haque Enu und seinen Bruder Rupon Bhuiyan
ছবি: bdnews24.com

সোমবার সকালে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন৷ ‘‘দুই ভাইয়ের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থও উদ্ধার করা হয়েছে,'' বলে জানান তিনি৷

ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর থেকে এই দুই ভাই আলোচনায় ছিলেন৷ শুরু থেকেই তারা পলাতক ছিলেন৷

গত ২৪ সেপ্টেম্বর এনু ও রূপনসহ, তাদের এক কর্মচারী ও এক বন্ধুর বাসায় অভিযান চালিয়ে সিন্দুকভর্তি প্রায় ৫ কোটি টাকা, আট কেজি সোনা এবং ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়৷

গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এনু ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ার হোল্ডার ছিলেন৷ রূপন ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক৷

জেডএইচ/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য