1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যারিবীয় ফুটবল ইউনিয়নের আরও ১০ জনের বিরুদ্ধে ফিফার তদন্ত

২৬ অক্টোবর ২০১১

দুর্নীতি সম্পর্কে উদাসীন থাকার বদনাম ঝেড়ে ফেলতে ফিফা বেশ তৎপরতা দেখাচ্ছে৷ চতুর্থ বারের মতো নির্বাচিত হয়ে ফিফা প্রধান কড়া হাতে দুর্নীতি মোকাবিলার যে অঙ্গীকার করেছিলেন, তার কিছু দৃষ্টান্ত এবার দেখা যাচ্ছে৷

https://p.dw.com/p/12zaC
সেপ ব্লাটারছবি: picture-alliance/dpa

ফিফার ছত্রছায়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব ফুটবল সংগঠন রয়েছে, তাদের মধ্যে ক্যারিবীয় ফুটবল সংগঠনকে ঘিরেই বর্তমানে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠে আসছে৷ ঘুস নিয়ে মহম্মদ বিন হাম্মাম'কে ফিফার শীর্ষ পদে নির্বাচনের দায়ে সংগঠনের কনকাকাফ প্রধান জ্যাক ওয়ার্নার আগেই কোণঠাসা হয়ে পড়েছিলেন৷ শেষ পর্যন্ত বিন হাম্মাম ও ওয়ার্নার – দুজনকেই বিদায় নিতে হয়৷ চাপের মুখে ওয়ার্নার স্বেচ্ছায় পদত্যাগ করলেও বিন হাম্মাম শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন৷ তারপর তাঁকে সারা জীবনের জন্য ফুটবল জগত থেকে নির্বাসিত করা হয়৷ কিন্তু এখনো ধোঁয়াশা রয়ে গেছে৷ সেসময়ে ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চালানো হয়৷ তাদের মধ্যে ৫ জনকে ৩০ দিন থেকে ২৬ মাস পর্যন্ত সাসপেন্ড করা হয়েছিল৷

Fußball FIFA Mohamed Bin Hammam
মহম্মদ বিন হাম্মামছবি: AP

এবার ক্যারিবীয় ফুটবল ইউনিয়নের আরও ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করলো ফিফা৷ আগামী নভেম্বর মাসের মাঝামাঝি ফিফার এথিকস কমিটির বৈঠকের সময় এবিষয়ে আলোচনা হবে৷

ঘটনার সূত্রপাত চলতি বছরের মে মাসে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো'র পোর্ট অফ স্পেন শহরে এক মিটিংয়ের সময়৷ ফিফার প্রধান সেপ ব্লাটার'এর বিরুদ্ধে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এশীয় ফুটবল সংগঠনের তৎকালীন প্রধান কাতারের মহম্মদ বিন হাম্মাম৷ ওয়ার্নার ও হাম্মাম মিলে ক্যারিবীয় কর্মকর্তাদের ভোট কেনার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছিল৷ ৪০,০০০ মার্কিন ডলার ভরা খয়েরি রঙের খাম তুলে দেওয়া হয়েছিল তাদের হাতে৷

দুর্নীতির মোকাবিলা করতে সেপ ব্লাটার ফিফার কাঠামোয় কিছু প্রাতিষ্ঠানিক রদবদলের ঘোষণা করেছেন৷ গত শুক্রবার তিনি এথিকস কমিটিকে আরও শক্তিশালী করার ঘোষণা করেন৷ তাছাড়া গুড গভর্নেন্স কমিটি নামের এক নজরদারি ব্যবস্থাও চালু করতে চান তিনি৷ স্বচ্ছতা বজায় রাখতে ফিফার বাইরে থেকে এই কমিটির সদস্য বেছে নেওয়া হবে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য