1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যাপিটল হামলার তদন্তে স্বাধীন কমিটি

১৬ ফেব্রুয়ারি ২০২১

ক্যাপিটলে হামলার ঘটনার জন্য একটি স্বাধীন কমিটি তৈরির সিদ্ধান্ত হলো। ৯/১১-র অনুকরণে তৈরি হচ্ছে কমিটি।

https://p.dw.com/p/3pPS4
ন্যানসি পেলোসি
ছবি: Manuel Balce Ceneta/AP Photo/picture alliance

ক্যাপিটল ভবনে হামলা কী ভাবে হলো, তা জানতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিল মার্কিন কংগ্রেস। সোমবার হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি এই ঘোষণা করেছেন। ৯/১১-র পরে এভাবেই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। পেলোসি জানিয়েছেন, ২০০১ সালে নিউ ইয়র্ক এবং পেন্টাগনে হামলার পরে যেভাবে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, এবারেও ঠিক সেভাবেই তদন্ত কমিটি গঠন করা হবে।

৬ জানুয়ারি ট্রাম্পের বক্তৃতা শোনার পরে তাঁর সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছিল। ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছিল। ক্যাপিটলের নিরাপত্তা নিয়ে একটি রিপোর্ট দিয়েছেন মার্কিন সেনাবাহিনীর লেফটন্যান্ট জেনারেল রাসেল হনরে। সেই রিপোর্ট রিপোর্টের ভিত্তিতেই নতুন তদন্ত কমিটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেলোসি জানিয়েছেন, কমিটি মূলত দুইটি কাজ করবে। এক, কীভাবে হামলা হলো, তা খতিয়ে দেখবে। দুই, ক্যাপিটলের নিরাপত্তার বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট দেবে। রাসেলের রিপোর্টেও ক্যাপিটলের নিরাপত্তা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যাঁর বিরুদ্ধে দুইবার অভিশংসন প্রস্তাব নেওয়া হয়েছে। দ্বিতীয়বার ক্যাপিটলের ঘটনার জন্য তাঁর বিরুদ্ধে ওই প্রস্তাব আনা হয়েছিল। কংগ্রেসে অভিশংশন হলেও সেনেটে শেষ পর্যন্ত বেঁচে গিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তবে রিপাবলিকানদের একটি অংশ ডেমোক্র্যাটদের সমর্থন করে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন।

রিপাবলিকানদের বড় অংশ সেনেটে অভিশংসনের বিরুদ্ধে ভোট দিলেও ক্যাপিটল দাঙ্গার জন্য তাঁরা ট্রাম্পকেই দায়ী করছেন। এই পরিস্থিতিতে ক্যাপিটল ঘটনার জন্য স্বাধীন কমিটি গঠন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এসজি/জিএইচ (এপি, রয়টার্স)