1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানাডায় জার্মান প্রেসিডেন্ট, চীন-ইউক্রেন নিয়ে আলোচনা

২৫ এপ্রিল ২০২৩

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার এখন চারদিনের সফরে ক্যানাডায়। ট্রুডোর সঙ্গে আলোচনা।

https://p.dw.com/p/4QVeM
আলোচনা করছেন জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার ও ক্যানাডার প্রধানমন্ত্রী ট্রুডো।
আলোচনা করছেন জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার ও ক্যানাডার প্রধানমন্ত্রী ট্রুডো।ছবি: Britta Pedersen/dpa/picture alliance

স্টাইনমায়ার ও ট্রুডোর মধ্যে আলোচনায় ইউক্রেন যুদ্ধ প্রাধান্য পায়। চীন নিয়েও তারা আলোচনা করেন। জার্মান প্রেসিডেন্টের এই সফরে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের দিকটাও গুরুত্ব পাবে।

গত রোববার ক্যানাডা পৌঁছেছেন স্টাইনমায়ার। তারপর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলোচনা হয়েছে। ট্রুডো তারপর বলেছেন, ''জার্মানি যেভাবে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে, তা খুবই প্রশংসনীয়। তিনি জানিয়েছেন, ক্যানাডা ও জার্মানি দুই দেশই ইউক্রেনকে সমর্থন করে যাবে।''

দুই নেতা একটা চুক্তিতেও সই করেন। সেই চুক্তিতে বলা হয়েছে, ক্যানাডা ও ফল্কসভাগেন মিলে এক হাজার ৫০০ কোটি ডলার দিয়ে ক্যানাডায় ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরির বিশাল কারখানা করবে। এর ফলে বেশ কয়েকহাজার চাকরির সুযোগ তৈরি হবে বলে ট্রুডো জানিয়েছেন।

ক্যানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাচ্ছেন জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার।
ক্যানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাচ্ছেন জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার। ছবি: Adrian Wyld/AP/picture alliance

একটি অনুষ্ঠানে জার্মান প্রেসিডেন্ট বলেছেন, ''গণতন্ত্র হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকাঠামো। ভিতরের ও বাইরের সব ধরনের আক্রমণের হাত থেকে গণতন্ত্রকে বাঁচাতে হবে। ''

তিনি বলেছেন, ''চীন যে আর্থিক ও রাজনৈতিক শক্তি হিসাবে উঠে আসছে, তার দীর্ঘমেয়াদী প্রভাব ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্কের উপর পড়বে। ইন্দো-প্যাসিফিকে চীনের ক্রমশ বাড়তে থাকা প্রভাবের পরিপ্রেক্ষিতে ক্যানাডা সেখানে বড় ভূমিকা নিতে পারে। ওই অঞ্চলের দেশগুলি যাতে চীনের উপর নির্ভরশীল না হয়, তার জন্য জার্মানি ও ক্যানাডার উচিত সেখানে নিজেদের নেটওয়ার্কিং বাড়ানো।''

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)