1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যাথলিক ধর্ম ও শিশুদের উপর যৌন অত্যাচার

১৬ ফেব্রুয়ারি ২০১০

জার্মানির জেসুইট শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আয়ারল্যান্ডের ক্যাথলিক চার্চ – শিশুদের উপর যৌন অত্যাচারের একের পর এক ঘটনা ভ্যাটিকানকে প্রবল অস্বস্তির মধ্যে ফেলেছে৷

https://p.dw.com/p/M2Wq
একের পর এক কেলেঙ্কারির ফলে ক্যাথলিক ধর্মীয় প্রতিষ্ঠানগুলির ভাবমূর্তি বিপন্নছবি: AP

জার্মানির গির্জার কালো অধ্যায়

জার্মানির জেসুইট প্রতিষ্ঠানগুলিতে শিশুদের উপর যৌন ও অন্যান্য ধরনের অত্যাচারের ঘটনার কথা যখন প্রথম শোনা গিয়েছিল, তখনও কেউ ভাবতে পারে নি যে বিষয়টি এত বড় মাত্রা পাবে৷ সত্য ঘটনা উন্মোচিত করতে যে তদন্ত শুরু হয়েছে, সেই প্রক্রিয়ার সুযোগ নিয়ে এখনো পর্যন্ত এগিয়ে এসেছে প্রায় ১০০ জন, যারা সরাসরি যৌন অত্যাচারের শিকার হয়েছিল৷ তাদের মধ্যে অনেকেই বার্লিনের ‘কানিসিউস কোলেগ'এ শিক্ষা গ্রহণ করেছে৷ ব্ল্যাক ফরেস্ট এলাকা ও বন শহরের জেসুইট প্রতিষ্ঠানেও এমন ঘটনার কথা জানা যাচ্ছে৷ গত শতাব্দীর সত্তর ও আশির দশক থেকেই এমন সব ঘটনা ঘটে আসছে৷ গত ২৮শে জানুয়ারি বার্লিনে সবার সামনে এই তথ্য পেশ করা হয়৷ তারপর ৩ জেসুইট যাজকের কীর্তিকলাপও ফাঁস হয়ে যায়৷ গোটা দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এমন আরও অনেক ঘটনার কথা ক্রমশঃ প্রকাশিত হচ্ছে৷

Missbrauch Kirche
গ্রেগরি ফোর্ড আমেরিকায় এক যাজকের বিকৃত যৌন কামনার শিকার হয়েছিলেনছবি: AP


আয়ারল্যান্ডের পরিস্থিতি

ক্যাথলিক দেশ আয়ারল্যান্ডেও শিশুদের উপর যৌন অত্যাচারের অসংখ্য ঘটনার কথা জানা যাচ্ছে৷ নব্বইয়ের দশক পর্যন্ত বিভিন্ন ক্যাথলিক প্রতিষ্ঠানের বোর্ডিং স্কুলের শিশুদের উপর যৌন ও অন্যান্য ধরনের অত্যাচার ঘটেছে৷ যারা এমন জঘন্য অত্যাচারের শিকার হয়েছে, তারা পোপের কাছে বিচার দাবি করেছে এবং ক্যাথলিক চার্চের কাছে আর্থিক ক্ষতিপূরণেরও দাবি জানাচ্ছে৷ আয়ারল্যান্ডের জন আন্দোলন ‘উই আর দ্য চার্চ' এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে এক আমূল সংস্কারের দাবি জানাচ্ছে৷ তাদের মতে, বর্তমানে গির্জা ও যাজকদের ক্ষমতার কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে৷ সাম্প্রতিক কেলেঙ্কারির পর আয়ারল্যান্ডের ক্যাথলিক গির্জা আবার আগের মত স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যেতে পারে না বলে ঐ সংগঠন দাবি করেছে৷

ভ্যাটিকানের প্রতিক্রিয়া

এমন অবস্থায় চরম অস্বস্তিতে পড়েছে রোমান ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ কর্তৃপক্ষ ভ্যাটিকান৷ পোপ ষোড়শ বেনেডিক্ট আয়ারল্যান্ডের বিশপদের সঙ্গে সোমবার দুপুর থেকে ২ দিনের এক জরুরি আলোচনায় বসেছেন৷ ভ্যাটিকান ইতিমধ্যেই শিশুদের উপর যৌন অত্যাচারের মত জঘন্য ঘটনার তীব্র নিন্দা করেছে৷ এমন ঘটনার ফলে ঈশ্বরের উপর বিশ্বাস হারিয়ে যেতে পারে বলে মনে করিয়ে দিয়েছেন ভ্যাটিকানের উচ্চপদস্থ কর্মকর্তা তারচিসিও ব্যার্তোনে৷ তিনি বলেন, ক্যাথলিক গির্জা অত্যন্ত কঠিন ও লজ্জাজনক চ্যালেঞ্জের মুখে পড়েছে৷ উল্লেখ্য, পোপ নিজে গত নভেম্বর মাসেই আয়ারল্যান্ডের ঘটনার তীব্র নিন্দা করেছিলেন৷

প্রতিবেদক: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আরাফাতুল ইসলাম