1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোহলি হারালেন বলিউডকে

২০ ডিসেম্বর ২০১৯

এই প্রথম এক ক্রিকেটার বলিউড তারকাদের ছাপিয়ে এক নম্বরে উঠে এলেন৷ ফোর্বস ইন্ডিয়ার একশ’ ভারতীয় তারকার তালিকায় প্রথম স্থানে বিরাট কোহলি৷

https://p.dw.com/p/3V7hm
ছবি: AFP/D. Sarkar

বলিউডকে পিছনে ফেলে দিল ক্রিকেট৷ অক্ষয়, অমিতাভ, শাহরুখ, সলমন, আমিরদের হারিয়ে দিলেন বিরাট কোহলি৷ ফোর্বস ইন্ডিয়া ভারতের প্রথম একশো তারকার যে তালিকা প্রকশ করেছে, তাতে এক নম্বরে ভারতীয় ক্রিকেট অধিনায়ক৷ ২০১৮ র অক্টোবর থেকে ২০১৯ এর ৩০ সেপ্টেম্বরের সময়সীমায় আয় ও খ্যাতির পরিমাপে এক নম্বরে বিরাট কোহলি৷ এর পাশাপাশি আরেকটি কৌতূহলকর তথ্যও উঠে এসেছে তাদের তালিকায়৷ তা হল, সলমন, শাহরুখদের পিছনে ফেলে বলিউড তারকাদের মধ্যে এক নম্বরে অক্ষয় কুমার৷

তবে এ বার তালিকা তৈরির ক্ষেত্রে দুটি মাপদণ্ড নিয়েছে ফোর্বস৷ এক, তারকাদের আয়৷ দুই, তাঁদের খ্যাতির পরিমাপ৷ খ্যাতির পরিমাপ করা হয়েছে সামাজিক মাধ্যমে তাঁদের জনপ্রিয়তা এবং সংবাদমাধ্যমে তাঁদের উপস্থিতির নিরিখে৷ আর তাতেই   ২৫২ কোটি ৭২ লাখ টাকা আয় করে এক নম্বরে বিরাট৷ বিলউড তারকা অক্ষয় কুমার অবশ্য বিরাটের থেকে বেশি আয় করেছেন, ২৯৩ কোটি ২৫ লাখ টাকা৷ কিন্তু সামগ্রিকভাবে বিরাটের কাছে পিছিয়ে পড়েছেন৷

ফোর্বসের তালিকায় আরও কয়েকটি চমক আছে৷ এই প্রথমবার দুই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট প্রথম দশের মধ্যে আছেন৷ আরেকটি চমকপ্রদ তথ্য হল, অবসর নেওয়ার ছ-বছর পরেও শচিন তেন্ডুলকরের প্রথম দশে৷ গত এক বছরে তাঁর আয়ের পরিমাণ ৭৭ কোটি টাকা৷ তেন্ডুলকরের জনপ্রিয়তা

এখনও বিজ্ঞাপনদাতাদের আকর্ষণ করার পক্ষে যথেষ্ট৷

বুড়ো হাড়ে এখনও ভেল্কি দেখাচ্ছেন অমিতাভ বচ্চন৷ তাঁর গত এক বছরের রোজগার বলিউডের খানেদের থেকেও বেশি৷ যদিও সলমন তিন নম্বরে আছেন ২২৯ কোটি ২৫ লাখ রোজগার নিয়ে, সেখানে চার নম্বরে থাকা অমিতাভ বচ্চনের রোজগার ২৩৯ কোটি ২৫ লাখ টাকা৷ এই এক বছরে মাত্র একটি সিনেমায় অভিনয় করা শাহরুখের আয় ১২৪ কোটি ৩৮ লাখ৷ রণবীর আছেন সাত নম্বরে, আয় ১১৮ কোটি ২০ লাখ৷ আট নম্বরে আলিয়া ভাট ৫৯ কোটি ২১ লাখ টাকা রোজগার করে৷ দীপিকা দশে, রোজগার ৪৮ কোটি৷

অজয়. দেবগন, আমির খান এবং ঋত্বিক রোশন প্রথম দশে ঠাঁই পাননি৷  ৯৪ কোটি আয় করে অজয় বারো নম্বরে, ৮৫ কোটি রোজগার করে আমির পনেরো নম্বরে এবং ৫৮ কোটি ৭৩ লাখ আয় করে ঋত্বিক আঠারো নম্বরে আছেন৷ একশো কোটি আয় করে রজনীকান্ত তোরো নম্বরে আছেন৷ একশর মধ্যে একমাত্র ফুটবলার হলেন ৮৫ নম্বরে থাকা সুনীল ছেত্রী৷ আর একমাত্র বঙ্গসন্তান হলেন ৯৫তে থাকা গল্ফার অনির্বাণ লাহিড়ী৷

ফোর্বসের হিসাব বলছে, গত বছরের তুলনয়া সামগ্রিকভাবে বিলউড তারকাদের আয় বাইশ শতাংশ বেড়েছে৷

জিএইচ/এসজি(ফোর্বস ইন্ডিয়া)