বার্লিনে নারী নির্যাতন
১৬ মে ২০১৬বিভিন্ন দেশের সংস্কৃতি তুলে ধরতে বার্লিনের রাজপথে প্রতি বছর আয়োজিত হয় এক সাংস্কৃতিক কার্নিভাল৷ ব্রাজিলের সাম্বা নাচ থেকে শুরু করে বাংলাদেশের লোকনৃত্য দেখার সুযোগ পান সাধারণ মানুষ৷
নাচের তালে তাল মিলিয়ে যোগ দেবার সুযোগও রয়েছে৷ এ বছর একটি অপ্রিয় ঘটনা সেই উৎসবের আমেজ কিছুটা মাটি করে দিয়েছে৷
বার্লিন পুলিশের সূত্র অনুযায়ী রবিবার কার্নিভাল উৎসবের সময় জনা দশেক তরুণ দু'জন নারীর উপর যৌন হামলা চালিয়েছে এবং নাচের ছল করে নারীদের কাছে গিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেছে৷ তিন জন হাতেনাতে ধরাও পড়েছে৷ দুষ্কৃতিদের মধ্যে দু'জন তুর্কি বংশোদ্ভূত৷ তৃতীয় জনের পরিচয় এখনো জানা যায়নি৷ ফলে কোলনের মতো এবারও অভিযোগের আঙুল বিদেশির দিকে উঠতে পারে৷ কোলনের ঘটনার অনেক পরে অনেক নারী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন৷ সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বার্লিনের পুলিশ এবার আগেভাগেই সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করেছে৷ কার্নিভালের সময় কোনো অপরাধ ঘটে থাকলে অবিলম্বে তা জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ৷
এসবি/এসিবি (ডিপিএ, এএফপি)