কোরবানির ঈদের কিছু ছবি
মুসলমানদের দুটি বড় ধর্মীয় উৎসবের মধ্যে ঈদ-উল-আযহা একটি৷ সারা বিশ্ব পালিত হয় এই উৎসব৷ বাংলাদেশ এবং জার্মানিতে ঈদ পালনের কিছু ছবি নিয়ে আমাদের আজকের ছবিঘর৷
ঈদ মানেই খুশি, আনন্দ
মুসলমানদের দুটি বড় ধর্মীয় উৎসবের মধ্যে ঈদ-উল-আযহা একটি৷ চারদিকেই ছড়িয়ে পড়েছে সেই ঈদের আনন্দ৷ কেনাকাটা, খাওয়া-দাওয়া আর কোরবানি৷
ঈদের জামাত
বাংলাদেশে সবচেয়ে বড় ঈদের জামাত হয় শোলাকিয়ায়৷ তবে রাজধানী ঢাকাসহ সারাদেশেই একাধিক জামাতের আয়োজন করা হয়৷ ঈদ-উল-আযহার সময় ঈদের জামাতের পর শুরু হয় পশু কোরবানি৷
নারীরাও অংশ নেন জামাতে
ঈদের জামাতে নারীরাও অংশ নিয়ে থাকেন৷ তবে বাংলাদেশের সর্বত্র এই প্রচলন নেই৷ ধর্মীয়ভাবেও বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে৷ ঢাকার একটি মসজিদে ঈদের জামাতে অংশ নেয়া এক নারীর ছবি এটি৷
শিশু, কিশোরদের আনন্দ
বাংলাদেশে শিশু, কিশোরদের আনন্দের এক অন্যতম উপলক্ষ্য ঈদ৷ ঈদের সকালে নামাজ শেষে শিশু, কিশোররা সালামি সংগ্রহে নেমে পড়ে৷ ঘুরতে গিয়ে প্রিয় খেলনাটা বেছে নেয়ার জন্যও ভালো সময় এটি৷
‘বিএনপি নেত্রীর মানসিক অবস্থার ঠিক নেই’
৬ অক্টোবর গণভবনে সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শুভেচ্ছা বিনিময়ের পর সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘বিএনপি নেত্রীর মানসিক অবস্থা ঠিক নেই, তাঁকে আগে মন ঠিক করতে হবে৷ যখন সংলাপের জন্য ডেকেছি, তখন আসেননি৷ এখন সংলাপের কথা বলছেন৷ আগে মন ঠিক করুন, তারপর বলুন কী করতে চান৷’’ (ফাইল ফটো)
‘দেশকে বাঁচান’
বিএনপির চেয়ারপর্সন বেগম খালেদা জিয়া সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে৷ সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘দেশকে এবং নিজেকে বাঁচাতে হবে৷ এই অত্যাচারীদের থেকে দেশকে বাঁচানোই এখন কর্তব্য৷ সবাই ঐক্যবদ্ধ হলে আমরা বিজয়ী হব৷ দেশের মানুষের বিজয় হবে৷’’ (ফাইল ফটো)
জার্মানিতে কোরবানি
জার্মানিতে ৪০ লক্ষ মুসলমানের বাস৷ তাঁদের অনেকেই জার্মানিতে কোরবানি দেন৷ তবে জার্মানিতে কোনো বাড়িতে গরু বা ভেড়া কোরবানির অনুমতি নেই৷ কোরবানির জন্য বিশেষ জায়গা রয়েছে, সেখানে আগে থেকেই অর্ডার নেয়া হয় এবং ঈদের দিন বা পরের দিন কোরবানির মাংস ক্রেতার হাতে তুলে দেন তাঁরা৷ জার্মানিতে চার অক্টোবর ঈদ পালন করা হয়েছে৷
তুরস্ক থেকে আসা
জার্মানিতে বসবাসরত বেশিরভাগ মুসলমানই এসেছেন তুরস্ক থেকে৷ আর এখানে তুর্কিদের খাবার দোকান বা রেস্টুরেন্টের ব্যবসা বেশ জমজমাট৷
ঈদের নামাজ
জার্মানির বিভিন্ন শহরে মসজিদের সংখ্যা তিন হাজারেরও বেশি৷ এছাড়া নতুন নতুন মসজিদ হচ্ছেও৷ অনেক মসজিদেই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়৷
বাঙালিদের আলাদা আয়োজন
জার্মানিতে বসবাসরত বাঙালিরাও আলাদাভাবে কোনো কোনো মসজিদে নামাজের আয়োজন করেন এবং অনেক বাঙালি কাজের চাপ থাকা সত্ত্বেও একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন৷ পরে অনেকেই বাড়িতে দেখা সাক্ষাৎ করে ঈদের খাওয়া-দাওয়া করেন৷