কোন প্রতীকে কত প্রার্থী?
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার প্রধান যে দলগুলো সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে, সেই দলগুলোর প্রতীক কী এবং দলগুলো কতটি আসনে প্রার্থী দিয়েছে জানুন ছবিঘরে৷
বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক ‘নৌকা’৷ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রতীকে দলটি ২৭৪ আসনে প্রার্থী দিয়েছে৷
বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি
বাংলাদেশের অন্যতম প্রধান আরেকটি রাজনৈতিক দল বিএনপি’র নির্বাচনি প্রতীক ‘ধানের শীষ’৷ এ প্রতীকে বিএনপি একাদশ জাতীয় নির্বাচনে প্রার্থী দিয়েছে ২৯৭টি আসনে৷
জাতীয় পার্টি
বাংলাদেশে জাতীয় পার্টির কয়েকটি ভাগ রয়েছে৷ তবে সবচেয়ে পুরনো এরশাদের জাতীয় পার্টির নির্বাচনি প্রতীক ‘লাঙ্গল’৷ মহাজোটের সঙ্গে নির্বাচন করলেও দলটি নিজেদের প্রতীক নিয়েই লড়ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে৷ ১৭৬টি আসনে এককভাবে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি৷
ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি প্রতীক ‘হাতপাখা’৷ একাদশ জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী লড়ছে এই প্রতীক নিয়ে৷ এবার হাতপাখা মার্কার প্রার্থী আছেন ২৯৮টি আসনে৷
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নির্বাচনি প্রতীক ‘কাস্তে’৷ একাদশ জাতীয় নির্বাচনে কাস্তে মার্কার প্রার্থী রয়েছেন ৭৪টি আসনে৷
জাতীয় সমাজতান্ত্রিক দল - জাসদ
জাতীয় সমাজতান্ত্রিক দল - জাসদ এর নির্বাচনি প্রতীক ‘মশাল’৷ একাদশ জাতীয় নির্বাচনে মশাল প্রতীকে ৯টি আসনে প্রার্থী দিয়েছে মহাজোটের এ দলটি৷
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল - বাসদ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল - বাসদ এর নির্বাচনি প্রতীক ‘মই’৷ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মই মার্কা নিয়ে ৪৫টি আসনে লড়ছেন দলটির প্রার্থীরা৷
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনি প্রতীক ‘কোদাল’৷ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই মার্কা নিয়ে দলটি ২৮টি আসনে প্রার্থী দিয়েছে৷
লিবারেল ডেমোক্রেটিক পার্টি - এলডিপি
লিবারেল ডেমোক্রেটিক পার্টি - এলডিপি’র নির্বাচনি প্রতীক ‘ছাতা’৷ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসনে ছাতা মার্কার প্রার্থী দিয়েছে দলটি৷