কোথায় যাবেন মেসি?
বার্সা ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মেসি৷ এখন কোন দেশ, কোন ক্লাব হবে মেসির পরবর্তী ঠিকানা? সম্ভাবনাগুলো সম্পর্কে জেনে নিন ছবিঘরে৷
বার্সার সঙ্গে বিচ্ছেদ!
মেসি ছাড়া বার্সা কিংবা বার্সা ছাড়া মেসি ভক্তদের জন্য অকল্পনীয় এক বিষয়৷ সেই তেরো বছর বয়স থেকেই তো ঠিকানা কাতালুনিয়া৷ এখানেই তিনি হয়ে উঠেছেন আজকের মহাতারকা৷ আর্জেন্টিনা দলের হয়ে পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন থাকলেও বার্সাকে এনে দিয়েছেন ১০ টি লিগ শিরোপা৷ ছয়বার ব্যালন ডি‘ওর জিতেছেন নিজেও৷
ছাড়ার শর্ত কী?
এর আগে গুঞ্জন উঠলেও তা সত্যি হয়নি৷ এবার বায়ার্ন মিউনিখের কাছে লজ্জাজনক হারের জেরে মেসি নিজেই বার্সাকে বিচ্ছেদপত্র পাঠিয়েছেন৷ ২০১৭ সালের জুলাইর চুক্তি অনুযায়ী, মেসির বার্সার সঙ্গে থাকার কথা ২০২১ সালের ৩০ জুন অবধি৷ এর মধ্যে কোনো ক্লাব মেসিকে নিতে চাইলে বার্সাকে দিতে হবে ৭০ কোটি ইউরো৷ তবে মেসি চান এই শর্ত বাতিল করুক বার্সা৷
পরবর্তী গন্তব্য আর্জেন্টিনা?
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবল জাদুকরকে নিতে চাইবে নামি দামি যেকোনো ক্লাবই৷ কিন্তু কোথায় যেতে চান মেসি? ফুটবলে তার যাত্রাটা শুরু হয়েছিল আর্জেন্টিনার নিউওয়েল ওল্ড বয়েজ থেকে৷ ২০১৮ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইউরোপে তার শেষ ক্লাব বার্সেলোনাই৷ ক্যারিয়ারের অন্তত শেষ ছয়টা মাস হলেও তিনি খেলতে চান তার শৈশবের সেই ক্লাবটিতে৷ তবে মেসি এখনই সেটি করবেন এমন সম্ভাবনাটা খুব কমই৷
শত্রু শিবিরে?
বার্সেলোনার চির প্রতিদ্বদ্বী রেয়াল মাদ্রিদ৷ তাতে কী? কাতালান শিবির ছেড়ে খেলোয়াড়রা মাদ্রিদে ভিড়েছেন এমন উদাহরণ তো আছে৷ হাই প্রোফাইলদের মধ্যে লুইস ফিগো কিংবা রোনাল্ডো নাজারিওর কথা সবার আগে আসে৷ কিন্তু মেসি এমন কাজ করলে সেটা বার্সার জন্য সত্যি বড় ধরনের আঘাত হবে৷ তবে যতদূর জানা যায়, জিনেদিন জিদান আর রেয়ালের কর্তৃপক্ষ আপাতত তাদের স্কোয়াড নিয়ে সন্তুষ্ট৷ বাড়তি টাকা খরচের কোনো পরিকল্পনা দলটির আপাতত নেই৷
রোনাল্ডোর সঙ্গে মেসি?
ভাবতে পারেন, বর্তমান সময়ের সেরা দুই তারকা খেলছেন একসঙ্গে? স্বপ্ন মনে হলেও সেই সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেয়া যায় না৷ এতে বড় ধরনের অর্থনৈতিক চাপে হয়তো পড়বে য়ুভেন্টুস৷ তবে এর বিনিময়ে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর থাকবে দলটির উপরে৷
নেইমার-মেসি আবার?
মেসি, এমবাপে আর নেইমার৷ নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ আক্রমণভাগ হবে এই ত্রয়ী৷ সেটি সম্ভব যদি পিএসজিতে ভিড়েন মেসি৷ সম্ভাবনাটি একেবারে উড়িয়ে দেয়া যায় না৷ তারকাদের নিতে বরারবরই অর্থ খরচে উদার ফরাসী ক্লাবটি৷ মেসির ট্রান্সফার ফি নিয়ে দফারফা হলে তো কথাই নেই৷ বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদেরকে পরবর্তী ধাপে নিতে হলে ক্লাবটিতে মেসির মতো তারকার বিকল্প নেই৷
ইন্টারের স্বপ্ন কি পূরণ হবে?
দীর্ঘদিন ধরেই মেসির সঙ্গে সম্পর্ক পাতানোর পাঁয়তারা করছিল ইটালির ইন্টার মিলান৷ ২০০৮ সালে তার সঙ্গে চুক্তির চেষ্টাও চালিয়েছে৷ ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছিল, আমরা এগিয়েছি, কিন্তু মেসি বার্সা ছাড়তে চায় না৷ এমনকি ক্লাবের সাবেক পরিচালক বলেছিলেন, মেসি ইন্টারের জন্য স্বপ্নের চেয়েও বড় কিছু৷ স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ক্রিস্টিয়ানো রোনালডোর চেয়েও বেশি টাকায় মেসিকে নিতে প্রস্তুত সিরি আ-র দলটি৷
রেড ডেভিলদের সম্ভাবনা কতটা?
মেসিকে নেয়ার দৌড়ে লিভারপুল নেই সেটি তারা পরিস্কার করেছে৷ সেক্ষেত্রে রেড ডেভিলরা যে মেসিকে টানতে চাইবে তা নিয়ে কোনো সন্দেহ নেই, বলছে স্কাই স্পোর্টস৷ তবে মহামারির সময়ে খরচে সতর্ক ইংলিশ ক্লাবটির জন্য চিন্তার কারণ হবে অর্থ৷ যদিও ক্লাবের প্রধান নির্বাহী দীর্ঘ মেয়াদী বিনিয়োগ পরিকল্পনার আভাস দিয়েছেন সম্প্রতি৷ সেক্ষেত্রে মেসির পেছনে টাকা খরচের চেয়ে ভালো আর কী হতে পারে!
গুরু-শিষ্যের যুগলবন্দি?
বার্সেলোনায় মেসির সেরা সময়টা কেটেছে পেপ গার্দিওলার অধীনে৷ দুজনের বোঝাপড়াটাও সর্বজন বিদিত৷ গুরুশিষ্যের এই যুগলবন্দি কি আবার দেখা যাবে? সেই সম্ভাবনার কথাই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে৷ স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, গার্দিওলার বর্তমান কর্মস্থল ম্যানসিটিতেই নাকি যেতে চাচ্ছেন মেসি৷ এ নিয়ে দুজনের নাকি ফোনালাপও হয়েছে৷ মেসিকে নেয়ার সামর্থ্যও আছে ম্যানচেস্টার সিটির৷