কোলনে বর্ণিল বর্ষবরণ
বর্ণিল আতশবাজি আর উৎসবের মধ্য দিয়ে ইউরোপের বিভিন্ন শহরের মতো ২০১৮ সালকে স্বাগত জানিয়েছে জার্মানির কোলন শহরের বাসিন্দারাও৷ সেখানকার বর্ষবরণের জমকালো আয়োজন নিয়েই এই ছবিঘর৷
যখন বাজল বারোটা
ঘড়ির কাঁটা বারোটা ছুঁতেই কোলনের আকাশ ছেয়ে যায় আতশবাজির জমকালো আলোয়৷
হাজারো মানুষ
৩১ ডিসেম্বর সন্ধ্যার পর থেকেই হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে কোলন শহরের প্রাণকেন্দ্রে, রাইন নদীর দুই তীরে৷
এক ঘণ্টারও বেশি
টানা এক ঘণ্টারও বেশি সময় ধরে গোটা শহর জুড়েই চলে আতশবাজির মুহুর্মুহু এ খেলা৷ পরে একটা সময় আতশবাজির দাপটটা একটু কমে গেলেও, আরো অনেকটা সময় ধরে চলে আলোর সেই ফোয়ারা৷
আসল জায়গা
কোলন শহরে বর্ষবরণের রাতে সবচেয়ে বেশি আতশবাজি ছাড়া হয় কোলন ডোম এবং হোয়েনসোল্যার্ন সেতুর আশেপাশের এলাকা থেকে৷
রাইনের দুই তীর
বর্ষবরণের এ আতশবাজি উপভোগ করতে রাইনের দুই তীর ছাড়াও ডয়েৎসার সেতুর উপরে জড়ো হন হাজারো মানুষ৷
প্রমোদ তরী
বর্ষবরণের জমকালো আতশবাজি উপভোগ করতে রাইনের মাঝে প্রমোদ তরীতেও উঠে পড়েন অনেকে৷ আসলে প্রমোদ তরী থেকে আলোর এই খেলা দেখার অভিজ্ঞতাটাই যে আলাদা!
বন শহরে
জার্মানির বন শহরেও রাইন নদীর তীর থেকে আতশবাজি ছুঁড়ে স্বাগত জানানো হয় নতুন বছরকে৷ আলোয় আলোময় হয়ে ওঠে গোটা আকাশ৷