কেরালায় অন্ধদের জন্য বিশেষ প্রশিক্ষণ
১৩ জুন ২০১১ভারতের কেরালা রাজ্যের একটি প্রতিষ্ঠানও পিছিয়ে নেই৷ এই সংস্থাটি সাহায্য করছে অন্ধদের৷
তারা অন্ধদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে৷ চালু করা হয়েছে একটি কোর্স৷ কেরালার ত্রিভানদ্রামে হাজির হয়েছে ১৫ জন অন্ধ৷ সবাই জন্মান্ধ নয়৷ অনেকেই শুধু চোখে দেখেন সাদা আলো৷ সামনে দিয়ে কেউ হেঁটে গেলে, একটি ছায়া দেখতে পান৷ বুঝতে পারেন কিছু একটা সামনে দিয়ে হেঁটে গেছে৷ তবে সেটা একজন মানুষ, নাকি একটি প্রাণী তা নিরূপণ করতে পারেন না৷ এরকম ১৫ এসেছেন কেরালার প্রতিষ্ঠানটিতে৷ এই সংস্থা সবাইকে ব্যবসায়ী হওয়ার প্রশিক্ষণ দেবে৷
সামাজিকভাবে অন্ধরা সত্যিকার অর্থেই পিছিয়ে রয়েছে৷ তাদের অবহেলার শিকার হতে হয় প্রতিদিন৷ ১১ মাসের এই কোর্সে অনেক কিছু শেখানো হবে অন্ধদের৷ নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করা থেকে শুরু করে বিতর্কে অংশগ্রহণ করা, অর্থ সংগ্রহ করা, হিসাব-নিকাশ করা৷ এর পাশাপাশি রয়েছে কম্পিউটার প্রশিক্ষণ এবং অ্যাকাউন্টিং-এর বিষয়টিও৷
২০০৯ সালে এই প্রতিষ্ঠানটি চালু করেন সাব্রিয়ে টেনব্যার্কেন এবং পাউল ক্রোনেনব্যার্গ৷ সার্বিয়ে জার্মান নাগরিক এবং পাউল ডাচ৷ পাউল বলেন, ‘‘যারা কোনদিন চোখে দেখেনি, তাদের আমরা বলতে চাই যে জীবনে অনেক কিছু করার আছে৷ তাদের আশ্বাস দিতে চাই, তাদের ভেতর আত্মবিশ্বাস এবং আস্থা যোগাতে চাই আমরা৷ তাই আমরা এমন কিছু মানুষ নিয়ে কাজ করছি, যারা বলছে, ‘হ্যাঁ, আমি এই অবস্থার পরিবর্তন করতে চাই৷' এসব মানুষের মধ্যে উৎসাহ রয়েছে, রয়েছে প্রেরণা এবং উদ্দিপনা৷ আমরা সেটাকে কাজে লাগাতে চাই৷''
একই কথা বললেন সাব্রিয়ে টেনব্যার্কেন৷ গত ১২ বছর ধরে তিনি নিজেও অন্ধ৷ তিনি জানালেন, ‘‘আমরা এসব মানুষের মধ্যে থেকে সৃজনশীলদের খুঁজে বের করতে চাচ্ছি৷ যাদের নিজের ওপর আস্থা রয়েছে, যারা সত্যিকার অর্থেই পরিবর্তন আনতে চায়, দেখতে চায়৷ আর এসব চেষ্টাই একজনকে এগিয়ে নিয়ে যেতে পারে৷ তার দৃষ্টি থাকুক আর না থাকুক৷''
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: দেবারতি গুহ