কেমন ছিল শহীদ মিনারের সমাবেশ?
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করা হয়েছে৷ সেই সঙ্গে দেয়া হয়েছে অসহযোগ কর্মসূচির ডাক৷
কর্মসূচির অংশ
‘সারাদেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা' দাবিতে শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷ সেই কর্মসূচির অংশ ছিল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হওয়া৷
দুপুর থেকেই
স্থানীয় পত্রপত্রিকার খবর অনুযায়ী দুপুর থেকেই মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যোগ দিতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত আন্দোলনকারীরা৷
উপচে পড়া ভিড়
শনিবার শহীদ মিনারে ছিল উপচে পড়া ভিড়৷ বিকেল পর্যন্ত রাজধানীর নানা এলাকা থেকে মানুষ আসতে থাকেন৷ শহীদ মিনার এলাকার আশেপাশের এলাকাও জড়ো হন বিপুল জনতা৷
মিছিলে গান কবিতা
টিএসসি, দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ ও পলাশীসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে মিছিল নিয়ে শহীদ মিনারে যেতে থাকেন জনতা৷ অনেকেই গান-কবিতায় সংহতি জানান৷
এক দফা
মিছিল ও সমাবেশে অনেকের হাতেই প্ল্যাকার্ড দেখা যায়৷ সেখানে সরকার পতনের এক দফা দাবি তোলা হয়৷
পোস্টারে নিহতদের স্মরণ
কারো কারো হাতে এমন পোস্টার দেখা যায়৷ সেখানে আবু সাঈদসহ নিহতদের স্মরণ করা হয়৷
অসহযোগ
এই আন্দোলন থেকে সরকার পতনের এক দফা দাবিই শুধু নয়, আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম অসহযোগের ডাক দেন৷