কেন ‘সেক্স’? করণের ছবির তকমা হল ‘এ’
২৯ নভেম্বর ২০১১শব্দটা হল ‘সেক্স'৷ কেন এই শব্দটি ছবির নায়ক নায়িকারা ছবির সংলাপ বলতে গিয়ে উচ্চারণ করেছে? এই নিয়ে আপত্তি করে করণ জোহর পরিচালিত ‘এক ম্যায় অউর এক তু' এই নামের নতুন ছবিকে ভারতীয় ফিল্ম সার্টিফিকেশন বিভাগ শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের ছবি, বা ‘এ'- অর্থাৎ অ্যাডাল্ট, এই তকমা লাগিয়ে দিয়েছে৷
স্বভাবতই ছবির পরিচালক তাতে মোটেও খুশি নন৷ তিনি চেষ্টা করছেন, কোনভাবে শব্দটিকে বাদ দেওয়া যায় কিনা৷ যাতে ছবিটি নিদেনপক্ষে ‘ইউ' তকমা পায়৷ তা নাহলে, এ ছবির বাজার পাওয়া মুশকিল হয়ে যাবে৷ জলে যাবে প্রযোজকের পয়সা৷ কারণ, ছবিতে প্রাপ্তবয়স্কদের জন্য মালমশলা বলতে কিছুই নেই৷ আর তেমন তকমা পেলে সে ছবিকে কোন টেলিভিশন চ্যানেল কিনবে না৷ দেখানো যাবে না যেকোন সাধারণ থিয়েটারে৷
মুশকিল হল ভারতীয় সমাজে এই মূল্যবোধের মানসিকতাকে ঘিরে৷ ‘সেক্স' বা ‘যৌনতা', এই শব্দগুলিকে ব্যবহার করলেই চারদিকে গেল গেল রব৷ অথচ, সিনেমার পর্দায় যৌন উত্তেজক বা যৌন ইঙ্গিতবাহী দৃশ্যের কিংবা বিষয়ের কিংবা ঘটনার কোন অভাব নেই৷ একের পর এক সিনেমায় আইটেম নাম্বারদের উত্তেজক যৌনতাভরা নাচ যেখানে অনায়াসে ছাড়পত্র পেয়ে চলেছে, সেখানে শুধুমাত্র ‘সেক্স'শব্দটিকে ঘিরে এই আপত্তির কোন ব্যাখ্যা দিতে অক্ষম সকলেই৷ পরিচালক করণ জোহর নিজেও বিস্মিত৷ তাঁর মতে, ২০১১ সালে বসে এ জাতীয় বাতিকের কোন অর্থ আছে বলে তিনি মনে করেন না৷
আসলে যৌনতাকে ঘিরে সারাক্ষণের এই নীতিবোধই সামাজিক সমস্যাকে বাড়িয়ে দিচ্ছে ভারতে৷ যেদেশে তথাকথিত নীতির কারণে এই শব্দটি উচ্চারণ করাটা অন্যায়৷ কিন্তু তার প্রয়োগের ক্ষেত্রে বাধ্যবাধকতা সেভাবে দেখা যায়না৷ অন্তত, বলিউড ছবিতে তো নয়ই!
প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক